বাংলাদেশের বাজারে বিল্ট-ইন হিট সিঙ্ক যুক্ত লেক্সার ব্র্যান্ডের পঞ্চম প্রজন্মের সলিড স্টেট ড্রাইভ (এসএসডি) নিয়ে এসেছে পুঁজিবাজারে তালকাভুক্ত আইটি পণ্য ও সেবা পরিবেশক প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড। এনএম১০৯০ মডেলের ১ টেরাবাইট ধারণক্ষমতার মেমরি কার্ডটির রিডিং গতি সেকেন্ডে ১১,৫০০ মেগাবাইট এবং রাইটিং গতি ৯,০০০ মেগাবাইট। এটি আগের ফ্লাগশিপ মডেল থেকেও দ্বিগুণ পারফর্ম করবে বলে দাবি করেছে পরিবেশক প্রতিষ্ঠান।
জানিয়েছে, হার্ডড্রাইভটি যেন গরম হয়ে না যায় এজন্য এটিতে রয়েছে একটি ইউনিক হিটসিঙ্ক যাতে আছে হিট ব্লাস্টিং ফ্যান ও আরজিবি লাইট। ডির্যাম বেসড এই এসএসডি তে এসএলসি ডাইনামিক ক্যাশ ফিচারস আছে যা এটার পারফরমান্স বুস্ট করে এবং লেটেন্সি কমিয়ে আনে। এসএসডি টি মাইক্রোসফট ডিরেক্ট স্টোরেজ সাপোর্ট করে যা গেম লোডিং এবং ভারী কাজ করার সময় এর গতি অনেক বাড়িয়ে দেয়।
বলা হয়েছে, ১৩ ও ১৪ জেন ইন্টেল এবং ৭০০০ সিরিজ এএমডি প্রসেসর সহ সকল মডার্ন কম্পিউটারে লেক্সারের এই জেন ৫ এসএসডি সমর্থন করবে। এনএম১০৯০ এসএসডির ড্রাইভ হেল্থ মনিটর করার জন্য রয়েছে লেক্সার ডিস্কমাস্টার সফটওয়্যার যা এটাকে লং টাইম পারফর্ম করার জন্য অপটিমাইজেশন সহ কঠোর ডেটা নিরাপত্তা দিতে সক্ষম।