আগামী ১৭ ডিসেম্বর নারায়ণগঞ্জের ভুলতার সুবর্ণগ্রাম রিসোর্টে প্রথম বারের মতো বসছে ইন্টারনেট সেবাদাতাদের জাতীয় সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইর্ডাস এসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) পারিবারিক মিলন মেলা।
মেলা উপলক্ষে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে ফাইনালে মিরপুর গ্লোরিয়াস’র মুখোমুখি হবে চাঁটগাইয়া নওজোয়ান।
শনিববার রাজধানীর সেফ টেবিল, ১০০ ফিটে অনুষ্ঠিত টুর্নামেন্টের সেমিফাইনালে নারায়ণগঞ্জ রয়ালস-কে ১-০ গোলে হারিয়ে বিজয়ী হয় চট্টগ্রাম বিভাগের চাঁটগাইয়া নওজোয়ান। খুলনা টাইগার্স কে ২-০ গোলে পরাজিত করে বিজয়ী হয় মিরপুর গ্লোরিয়াস। বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন আইএসপিএবি সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঞা।
এর আগে শুক্রবার উদ্বোধনী খেলায় চট্টগ্রাম বিভাগের চাঁটগাইয়া নওজোয়ান ৪-০ গোলে কেরানীগঞ্জ লায়ন্সকে, নারায়নগঞ্জ রয়ালস ২-১ গোলে কে আই বি ঈগল কে; মিরপুর গ্লোরিয়াস ২-০ গোলে ঢাকা কিং কে এবং খুলনা টাইগার্স ৬-১ গোলে কুমিল্লা একাদশকে পরাজিত করে।
ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: আজম আলী। আইএসপিএবি সভাপতি ইমদাদুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিটিআরসি’র এনর্ফোসমেন্ট এন্ড ইন্সপেকশন ডিরেক্টরেট পরিচালক এম এ তালেব হোসেন।