২০২০ সালের শেষের দিকে বাজারে আসবে মাইক্রোসফটের পরবর্তী প্রজন্মের গেমিং কনসোল। প্রোজেক্ট স্কারলেট কোডনামের এই মেশিন এক্সবক্স ওয়ানের পূর্বের সংস্করণ এক্সবক্স ওয়ান এক্স এর চেয়ে চারগুন অধিক শক্তিশালী হবে বলে জানানো হয়েছে।
ই৩ গেমস এক্সপোতে মাইক্রোসফট জানায়, এএমডি তৈরি কাস্টম ডিজাইনের প্রসেসরের সমন্বয়ে নতুন গেমিং কনসোলটিতে প্রতি সেকেন্ডে ১২০ ফ্রেম পর্যন্ত গেম খেলা যাবে। এটি ৮কে রেজ্যুলেশন সমর্থন করবে। থাকবে রিয়েল-টাইম হার্ডওয়্যার অ্যাক্সিলারেটেড রে ট্রেসি এবং সলিড স্টেট ড্রাইভ (এসএসডি), যা লোড টাইম কমিয়ে দেবে।
যদিও ডিভাইসটি কেমন হবে কিংবা এর দাম কেমন হতে পারে সেটি সম্পর্কে কিছু জানায়নি সফটওয়্যার জায়ান্টটি।
সনি তাদের পরবর্তী প্লেস্টেশন ৫ এর ঘোষণার সময়েও একই ধরণের প্রতিশ্রুতি দিয়েছে, যা এখন ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে। এখন দেখার বিষয় কী থাকবে প্রোজেক্ট স্কারলেটে।
ডিবিটেক/বিএমটি