উইন্ডোজ সেভেন কিংবা কোর আই ৩ মানের পিসিতেও খেলা যাবে অনলাইন মাল্টিপ্লেয়ার অ্যাকশন গেম প্লেয়ার আননোন’স ব্যাটলগ্রাউন্ড (পাবজি)। স্টিম অ্যাকাউন্ট ছাড়াই ডাউনলোড করা যাবে এই সংস্করণটি।
তবে এই পাবজি লাইট ভার্সনটি প্রাথমিকভাবে সীমিত পরিসরে এশিয়ার কিছু অঞ্চলে পাওয়া যাবে। এরমধ্যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইনস, সিঙ্গাপুর ও থাইল্যান্ড রয়েছে। পরবর্তীতে বিশ্বব্যাপী লাইট ভার্সনটি উন্মুক্ত করা হবে।
পাবজি লাইট ভার্সনের জন্য ন্যূনতম কনফিগারেশন হতে হবে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ৭,৮,১০ চালিত কোর আই-৩, ২.৪ গিগাহার্টজ গতির পিসি। পিসিতে র্যাম থাকতে হবে ন্যূনতম ৪জিবি। গ্রাফিক্স কার্ড হতে হবে ডিরেক্ট এক্স-১১ ইন্টেল এইচডি গ্রাফিক্স-৪০০০। হার্ডডিস্ক হতে হবে অন্তত ৪জিবি।
এটি লো কনফিফিগারেশনের কম্পিউটারের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে পাবজি লাইট। পাবজি লাইট ভার্সনটি ফ্রি খেলা যাবে এবং যেখানে এরাঞ্জেল, মিরামার, সানহোক ম্যাপসে ট্রেনিং মুডে খেলার সুবিধা রয়েছে।
পাবজি লাইটের নিজস্ব কোনো লাঞ্চার না থাকায় গেমটি সরারসরি পিসিতে ডাউনলোড করে সলো, ডুয়ো ও স্কোয়াড মুডেও খেলা যাবে।