মোমো গেম ও ব্লু হোয়েল কিংবা কিকি চ্যালেঞ্জ বা টিডি চ্যালেঞ্জের মতো এবার ‘ভ্যাকুয়াম চ্যালেঞ্জ’ বা ‘বিন ব্যাগ চ্যালেঞ্জ’ এর মতো ভঙ্কর খেলায় মেতে উঠছে নেটিজেনরা। ইতিমধ্যেই চ্যালেঞ্জটি ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়।
এই চ্যালেঞ্জে এখন পর্যন্ত কোনও দুর্ঘটনার খবর পাওয়া না গেলেও একা একা খেলায় অংশ নিলে বিপদের শঙ্কা রয়েছে। চ্যালেঞ্জ নিয়ে খেলতে গিয়ে বিনব্যাগে কেউ যদি আটকে পড়ে আর এরপর উদ্ধার করার যদি কেউ না থাকে তাহলে বড় অঘটন হতে পারে।
তাই অনেকেই সতর্ক করছেন এই বিপজ্জনক খেলায় অংশ না নিতে। তারা বলছেন, সোশ্যাল মিডিয়ায় কিছু বাহবা মিলে গেলেও যেখানে বিপদ হওয়ার সম্ভাবনা প্রবল। ঠিক যেমনটা হয়েছিল মারণ গেম ব্লু হোয়েল ছড়িয়ে পড়ার পর।
অনলাইনে ভ্যাকুয়াম চ্যালেঞ্জ বা বিনব্যাগ চ্যালেঞ্জ গ্রহণ করে, একটি বড় কালো প্লাস্টিকের ব্যাগে একজন ঢুকে পড়ে চ্যালেঞ্জ গ্রহণকারী। শ্বাস নেওয়ার জন্য মুখ বাইরে রাখা হয়। তারপর সেই ব্যাগটিতে ঢুকানো হয় একটি ভ্যাকুয়াম ক্লিনারের মুখ। এরপর চালু করা হয় ভ্যাকুয়াম ক্লিনারটি। বাইরে থেকে কোনও বাতাস বিন ব্যাগটিতে ঢুকতে না পারায় এক সময় বিনব্যাগটি বায়ু শূন্য হয়ে যায়। ফলে সে নড়তে পারে না। মাঝেমাঝে চ্যালেঞ্জারের শরীরে বিনব্যাগ এমন শক্ত ভাবে জড়িয়ে যায় যে ভারসাম্য রাখা কঠিন হয়ে যায়। কেউ কেউ ভারসাম্য না রাখতে পেরে উল্টে পড়ে যায়।
এমন চ্যালেঞ্জগ্রহণের ছবি বা সেলিফি তুলে তা প্রকাশ করা হয় চ্যালেঞ্জার গ্রুপে। গ্রুপ হয়ে তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
এর আগে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছিল কিকি চ্যালেঞ্জ। সেখানে চলন্ত গাড়ি থেকে নেমে নাচতে দেখা গেছে নেটিজেনদের। আবার চলন্ত গাড়িতেই ফিরে যেতেন তারা। এটাই ছিল চ্যালেঞ্জ। যা আতঙ্ক ছড়িয়েছিল। দুর্ঘটনার আশঙ্কাও করেছিলেন অনেকেই। সময়ের সঙ্গে সঙ্গে হারিয়েছে সেই ট্রেন্ড। এবার হাজির হয়েছে ভ্যাকুয়াম চ্যালেঞ্জ।