গত মার্চে জানা গিয়েছিলো গুগল’র ক্লাউড ভিত্তিক নতুন গেমিং প্লাটফর্ম অবমুক্তির কথা। এবার সেটি সত্যি সত্যি হাজির হতে যাচ্ছে অনলাইন দুনিয়ায়। শিগগিরি অবমুক্ত হচ্ছে ‘স্ট্যাডিয়া’। আর এর মাধ্যমে ঘুচে যেতে চলেছে গেমপ্রিয়দের ডিভাইস প্রতিবন্ধকতা।
এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে গুগল স্টাডিয়া। এতে বলা হয়েছে, এই গ্রীষ্মে গুগল ব্যবহারকারীদের ৩টি আশা পূরণ হতে চলেছে। প্রকাশ হতে যাচ্ছে- মূল্য তালিকা, গেমের ঘোষণা এবং অবমুক্তির তথ্য।
This summer, three of the wishes you've been asking for will finally be granted:
💰 Price Reveal
🎮 Game Announcements
🚀 Launch InfoStay tuned here for more Stadia details coming soon.
— Stadia (@GoogleStadia) May 24, 2019
দ্রুত গতির ইন্টারনেট হলেই যে কোনো ধরনের গেম খেলা যাবে এই প্লাটফর্মে। এটি এমন ভাবে নকশা করা হয়েছে, যেন গেম ডেভেলপাররা গেম তৈরি করতে গিয়ে পিছিয়ে থাকা হার্ডওয়্যার সিস্টেমের জন্য অপটিমাইজ করার প্রয়োজন পড়বে না। দরকার হবে না কি-বোর্ড, মাউস কিংবা ল্যাপটপ-প্লেস্টেশনের মতো গেমিং ডিভাইস। কেবল স্টেডিয়া কন্ট্রোলার আর মনিটরে ইন্টারনেট সংযোগ থাকলেই সই।
কেননা নিজস্ব তারহীন প্রযুক্তি কনট্রোলারের মাধ্যমে অবমুক্ত হবে এই প্লাটফর্মটি। প্রচ্ছন্নতা কমিয়ে সরাসরি যুক্ত হবে কন্ট্রোলারে।
স্টেডিয়া সম্পর্কে এর চেয়ে বেশি কিছু জানায়নি গুগল। ধারণা করা হচ্ছে আসন্ন মূলতালিকা ও স্বত্ত্ব প্রকাশ অনুষ্ঠানে বিস্তারিত জানানো হবে।
প্রসঙ্গত, গত বছর প্রাথমিক ভাবে স্টেডিয়া’র কথা জানিয়েছিলো গুগল। আর আগামী ১১ জুন আন্তর্জাতিক গেমিং এক্সপো ‘ই-৩’-তে বিস্তারিত জানা যাবে।