সনি হয়তোবা তাদের প্লেস্টেশন ৫ এর ব্যাপক চাহিদা আগে থেকেই বুঝতে পারছে। আর তাই আগ্রহীরা সবার কাছে যাতে সমানভাবে ডিভাইসটি পৌঁছায় সেই লক্ষে কাজ করছে সনি।
প্লেস্টেশন ওয়েবসাইটের ব্যাকএন্ড কোড থেকে জানা গেছে, একজন গ্রাহক শুধুমাত্র একটি নতুন কনসোল কিনতে পারবেন। আগ্রহীরা পিএস৫ কনসোল : ডিস্ক অথবা ডিজিটাল এর একটি সংস্করণ কিনতে পারবেন।
যদি কোনো গ্রাহক একাধিক কনসোল কেনার চেষ্ঠা করেন সেক্ষেত্রে ‘আপনি ইতিমধ্যে আপনার কার্টে একটি পিএস৫ কনসোল যুক্ত করেছেন’।
ডিবিটেক/বিএমটি