প্লেস্টেশন ৫ প্রো উন্মোচনের পরেই সনি জানিয়েছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের শেষ নাগাদ মোট ৬ কোটি ৫৫ লাখ ইউনিট প্লেস্টেশন ৫এস বিক্রি করেছে সনি। খবর এনগ্যাজেট।
খবরে বলা হয়, গত বছরের একই সময়ের তুলনায় মোট কনসোল বিক্রি ১১ লাখ ইউনিট কমলেও পিএস ৫এসে সাফল্য এসেছে। এছাড়া গেম গত বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় ১৪.৯ শতাংশ বেড়ে এবার ৭ কোটি ৭৭ লাখ ইউনিট বিক্রি হয়েছে।
গত বছরের শেষ দিকে গ্রাহক বাড়লেও বর্তমানে মাসে প্লেস্টেশন নেটওয়ার্ক ব্যবহারকারীর সংখ্যা ১১ কোটি ৬০ লাখ বলে খবরে জানানো হয়েছে।
সবমিলে সনি আয় ৯ শতাংশ বেড়েছে এবং পরিচালন লাভ ৭১ শতাংশ বেড়ে ২.৯১ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।
সনির এখনও দুইটি প্রান্তিক অবশিষ্ঠ রয়েছে, যা আগামী ৩১ মার্চ শেষ হবে। এরমধ্যে আয়ের লক্ষ্যমাত্রাও পরিবর্তন করেছে সনি।
ডিবিটেক/বিএমটি