ফোর্টনাইটের নির্মাতা এপিক গেমস এবার ইউরোপীয় ইউনিয়নে আইওএস ডিভাইসের জন্য নিজস্ব গেম স্টোর চালু করছে। পাশাপাশি অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য বিশ্বজুড়ে এপিক গেমস স্টোর চালু করা হবে। গত শুক্রবার এক ঘোষণার মাধ্যমে এসব তথ্য জানিয়েছে কোম্পানিটি। খবর টেকক্রাঞ্চ।
জানা গেছে জনপ্রিয় গেম ফোর্টনাইট, রকেট লিগ সাইডসওয়াইপ ও ফল গাইস নিয়ে অ্যাপ স্টোরটি চালু হচ্ছে। কোম্পানিটি বলছে, ভবিষ্যতে এপিক গেম স্টোরে নিজেদের গেমগুলো রাখতে ডেভেলপারদের সঙ্গে কাজ করছে।
১৬ আগস্ট কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, এপিক গেমস নিজেদের গেমগুলো ‘এএলটিস্টোর পাল’ নামের স্বাধীন মোবাইল স্টোরেও রাখবে। গেমগুলো বিনা মূল্যে খেলা যাবে। ভবিষ্যতে তাদের গেমগুলো ইউরোপীয় ইউনিয়নে অ্যাপটোয়েড আইওএস স্টোর এবং অ্যান্ড্রয়েডে ওয়ান স্টোরে নিয়ে আসার পরিকল্পনা করেছে কোম্পানিটি।
ফোর্টনাইটের মতো নিজস্ব গেমের পাশাপাশি স্টোরটিতে অন্যান্য ডেভেলপারের গেমগুলো ডাউনলোড করার সুযোগ থাকবে। উল্লেখ্য, আইওএস ও অ্যান্ড্রয়েড এপিক গেমস স্টোরটি ইনস্টল করার প্রক্রিয়া দেখানোর জন্য একটি নির্দেশনামূলক ভিডিও প্রকাশ করেছে কোম্পানিটি।
ডিবিটেক/বিএমটি