স্টোরগুলোকে পুনরায় উজ্জীবিত করতে উচ্চাকাঙ্খী পরিকল্পনা ঘোষণার মাত্র দুইমাস পর দুই শতাধিক স্টোর বন্ধ করার ঘোষণা দিয়েছে গেমস্টপ। এই বছরের মধ্যেই বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা এসব স্টোর বন্ধ করা হবে। আগামীতে আরও স্টোর বন্ধ করা হতে পারে। খবর এনগ্যাজেট।
সাম্প্রতিক সময়ে কোম্পানির ব্যালান্স শিটের অবস্থা ভালো যাচ্ছে না। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী কোম্পানিটির বিক্রির পরিমান ১৪ দশমিক ৩ শতাংশ কমেছে, যার ফলে ক্ষতি হয়েছে প্রায় ৩২ মিলিয়ন ডলার।
গেমস্টপ সিএফও জেমস বেল জানিয়েছেন, এখন থেকে শুরু করে এই বছরের মধ্যেই কম পারফরমেন্স দেখানো প্রায় ২০০ স্টোর বন্ধ করা হবে। আমরা যেহেতু নতুন পরিকল্পনায় আগাচ্ছি সেই হিসেবে আগামী ১২ থেকে ২৪ মাসের মধ্যে আরও বড় সংখ্যার স্টোর বন্ধ হওয়ার ঘোষণা আসতে পারে।
উল্লেখ্য, বর্তমানে বিশ্বব্যাপী গেমস্টপের ৫৮৩০টি আউটলেট চলমান রয়েছে।
ডিবিটেক/বিএমটি