দেড় যুগ পর নতুন করে তৈরি করা হবে রেসিং গেইম ‘নিড ফর স্পিড: মোস্ট ওয়ান্টেড’। আগামী বছর প্রকাশ পেতে পারে এর রিমেইক সংস্করণ। এমনটাই আভাস দিয়ছে গেইমিংবিষয়ক সংবাদ সাইট ‘ইউরো গেইমার ডটনেট’।
সংবাদ মাধ্যমটির অনুমান বলছে, ২০১২ সালে ভিডিও গেইম নির্মাতা কোম্পানি ‘ক্রাইটেরিয়ন গেইমস’-এর প্রকাশিত একই নামের রেসিং গেইমের বদলে গেইমটি ইএ’র অঙ্গপ্রতিষ্ঠান ‘ইএ ভ্যাঙ্কুভার’-এর তৈরি ২০০৫ সালে প্রকাশিত মূল গেইমের নতুন রিমেইক সংস্করণ হিসেবে আসবে, যেখানে গেইমের মূল চরিত্র সার্জেন্ট জনাথন ক্রসের সঙ্গীর চরিত্রে পুনরায় কণ্ঠ দেবেন বেইলি।
বেইলি ‘স্টারগেইট ১’ ও ‘দ্য এল ওয়ার্ড’-এর মতো টিভি শো’তে কাজ করার পাশাপাশি মোস্ট ওয়ান্টেড গেইমে অফিসার টার্ফের চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন। সম্প্রতি তিনি গেইমটির রিমেক হওয়ার বিষয়টি ইনস্টাগ্রাম ও এক্স-এ দেওয়া পোস্টে শেয়ার করেছেন।
বেইলি’র তথ্য অনুসারে, নিড ফর স্পিড: মোস্ট ওয়ান্টেড গেইমের রিমেইক সংস্করণ প্রকাশ পেতে পারে ২০২৪ সালে। এ দাবি সত্য হলেও বেইলি ও ম্যাকেঞ্জি স্টুডিও’তে ফিরে গেইমের জন্য নতুন লাইন রেকর্ড করেছেন কি না বা এতে মূল গেইমের লাইনগুলোই ব্যবহার করা হবে কি না, তা পরিষ্কার নয়।
প্রসঙ্গত, ২০০৫ সালে নিড ফর স্পিড গেইমটি প্রকাশ করে‘ইলেকট্রনিক আর্টস’ বা ‘ইএ’। গেইমে ক্রসের চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন ডন ম্যাকেঞ্জি।