সিনেমা, ফুটবল টিম, খেলা কিংবা বিশেষ কোনো উৎসবের নামানুসারে স্মার্টফোনের বিশেষ সংস্করণ বাজারে আনা এখন আর নতুন বিষয় নয়। বর্তমানে শীর্ষস্থানীয় মোবাইল নির্মাতা প্রতিষ্ঠানগুলো তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোর এই বিশেষ সংস্করণ আনছে। তারই ধারাবাহিকতায় এবার নতুন মুক্তি পেতে যাওয়া সিনেমা স্পাইডারম্যান : ফার ফ্রম হোম সংস্করণে স্মার্টফোন আনছে রিয়েলমি। আর সেটি হবে রিয়েলমি এক্স এর বিশেষ সংস্করণ।
আগামী ৯ জুন চীনের বাজারে উন্মোচিত হবে রিয়েলমি এক্স এর নতুন এই সংস্করণ। শুধুমাত্র ৮ গিগাবাইট র্যাম আর ১২৮ গিগাবাইট ইন্টারন্যাল স্টোরেজে পাওয়া যাবে এই ফোন।
চীনের বাজারে ফোনটির দাম হবে ১৭৯৯ ইয়ান। ডুয়াল সিমের ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেমে। থাকছে ৬.৫৩ ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে। ফোনটির ভিতরে থাকছে স্ন্যাপড্রাগন ৭১০ চিপসেট।
ছবি তোলার জন্য ফোনটিতে থাকবে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ৫ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এছাড়া সেলফি তোলার জন্য সামনে থাকছে ১৬ মেগাপিক্সেলের পপ-আপ ক্যামেরা। ৩৭৬৫ এমএএইচ চ্যাটারি নিয়ে ফোনটিতে থাকবে ভিওওসি ৩.০ ফাস্ট চার্জিং সুবিধা।
ডিবিটেক/বিএমটি