হুয়াওয়ের সাব-ব্র্যান্ড অনার এবছরই তাদের প্রথম ফাইভজি স্মার্টফোন উন্মোচন করবে। সাংহাইতে কোম্পানির প্রধান এই ঘোষণা দিয়েছেন। আগামী বছর ফাইভজি নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ফাইভজি স্মার্টফোনের চাহিদা বিবেচনায় রেখে তার আগেই ফ্ল্যাগশিপ কনফিগারেশনের এই ফোনটি আনা হবে।
অনার জানিয়েছে, এই বছরের শেষ দিকে ফোনটি বাজারে আসবে। তবে ফোনটির দাম সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি চীনের এই কোম্পানিটি।
২০২০ সালের মধ্যে ১০ কোটি স্মার্টফোন বিক্রি হবে বলে জানিয়েছে হুয়াওয়ে। নেটওয়ার্ক বাজারের মতো ফাইভজি স্মার্টফোনের বাজারেও প্রধান ভূমিকা রাখতে চায় হুয়াওয়ে এবং এর সাব-ব্র্যান্ড অনার।
ডিবিটেক/বিএমটি