অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমেই সেপ্টেম্বরের শুরুতেই নিজেদের প্রথম ভাঁজ করা ফোন মেট এক্স বাজারে ছাড়ছে হুয়াওয়ে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকরাডারকে এ তথ্য নিশ্চিত করেছেন হুয়াওয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভিনসেন্ট পেং।
তিনি বলেন, “সেপ্টেম্বরেই এটি বাজারে আসছে। সম্ভবত শুরুর দিকে। এতটুকু নিশ্চিত সেপ্টেম্বরেই আসছে।”
স্যামসাং ইস্যুতে মেট এক্স নিয়ে বাড়তি সতর্কতা গ্রহণে এক দফা সময় পিছিয়ে দেয়ার কথা জানিয়ে তিনি বলেন, “আমরা অনেক পরীক্ষা করছি। কোনো সমস্যা রেখে ফোন বাজারে ছেড়ে সুনাম নষ্ট করতে চাই না।”
এদিকে মার্কিন নিষেধাজ্ঞায় টালমাটাল অবস্থায় গত মে মাসের শেষ দিকে হুয়াওয়ের সঙ্গে গুগল তাদের অপারেটিং সিস্টেমের চুক্তি বাতিল করে। এর ফলে হুয়াওয়ের নতুন ফোনে অ্যান্ড্রয়েড সেবা বন্ধ হয়ে গেলেও মেট এক্সের সঙ্গে আগে থেকে চুক্তি থাকায় অবশ্য অ্যান্ড্রয়েড নিয়ে কোনো সমস্যা হবে না।
মেট এক্স নামের ফোনটিতে ফাইভজির সমন্বয়, ফোল্ডেবল স্ক্রিন, এআইয়ের মতো বিষয় যুক্ত হয়েছে। উদ্ভাবনী এ ফোনের জন্য বেশ কিছু বিভাগে এবার পুরস্কার পেয়েছে বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।
হুয়াওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, মেট এক্স মোট ৩১টি পুরস্কার জিতেছে। এর মধ্যে একটি হচ্ছে জিএসএমএ অ্যাওয়ার্ড। এর বাইরে ‘বেস্ট নিউ কানেক্টেড মোবাইল ডিভাইস’ বিভাগেও পুরস্কার জিতেছে ফোনটি।