স্মার্টফোনের ছবি ও তথ্য ফাঁসকারীদের রুখে দিতে নিজেদেরই খেলা দেখালো গুগল। টুইটারে মেইড বাই গুগল অ্যাকাউন্টে তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন পিক্সেল ৪ এর পিছন ও ক্যামেরার ছবি প্রকাশ করেছে।
প্রকাশিত ছবিতে দেখা গেছে, স্কয়ার ক্যামেরা মডিউলের মধ্যে একাধিক ক্যামেরা ও ফ্ল্যাশ সাজানো হয়েছে।
আপনি যদি সাম্প্রতিক বছরগুলোতে অ্যাপল, স্যামসাং কিংবা গুগলের দিকে খেয়াল করেন তাহলে দেখবেন উন্মোচনের আগে ডিভাইসের নতুন হার্ডওয়্যার নিয়ে তারা তথ্য প্রকাশ করতো না।
কিন্তু উন্মোচনের আগেই গুগলের পিক্সেল লাইনের স্মার্টফোনগুলোর বিস্তারিত ফাঁস বা প্রকাশ হতো। এমনকি উন্মোচনের আগেই পিক্সেল ৩এ এবং ৩এ এক্সএল ই-কমার্স সাইট বেস্ট বাই থেকে আউট অব সেল হয়ে যায়।
ডিবিটেক/বিএমটি