আসছে জুলাই মাসে রগ সিরিজের নতুন গেমিং ফোন আনছে তাইওয়ানভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস। টেনসেন্টের গেমিং প্লাটফর্ম বিল্টইন করা থাকছে আসুস রগ ২ নামের এই স্মার্টগেমিং ফোনে।
এটি হতে যাচ্ছে আসুসের প্রকৃত রগ ফোনের পরবর্তী সংস্করণ। গেমিং স্মার্টফোন ব্ল্যাক শার্ক ২ এবং নুবিয়া রেড ম্যাজিক ৩-এর সঙ্গে প্রতিযোগিতা করতে নতুন ফোনটি বাজারে আনছে আসুস।
একই কারণে টেনসেন্ট গেমসের সঙ্গে মিলে মোবাইলফোনটি আনা হচ্ছে। আর মোবাইল প্লাটফর্মের জন্য এই টেনসেন্টের তৈরি প্লেয়ার আননোন ব্যাটেলগ্রউন্ডের পাবজি এখন বিশ্ব মাতাচ্ছে।
তবে এখন পর্যন্ত মোবাইলফোনটির স্পেসিফিকেশন এবং মূল্য সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ডিজিটাইমস জানিয়েছে, আসুস রগফোন ২ চলতি বছরের তৃতীয় প্রান্তিক থেকে বৈশ্বিক বাজারে পাওয়া যাবে।