ধারাবাহিকভাবে বাড়ছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)মোবাইল অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা। চলতি বছরের প্রথম চার মাসে বেড়েছে ৬ হাজার ব্যবহারকারী। সব মিলিয়ে ডিএসই মোবাইল অ্যাপের সুবিধা নিচ্ছেন ৪৫ হাজার বিনিয়োগকারী। তবে গত ১৩ মে পর্যন্ত কেবল গুগল প্লে থেকেই অ্যাপটি ডাউনলোড ছাড়িয়েছে ৫০ হাজার বা অর্ধ-লক্ষের মাইলফলক।
অ্যাপটি ব্যবহার করে মোবাইলেই লেনদেন করাসহ পোর্টফোলিও সম্পর্কে সব তথ্য পাচ্ছেন ব্যবহারকারীরা। এজন্য বিনিয়োগকারীদের এখন আর ব্রোকারেজ হাউজে যেতে হচ্ছে না।
ডিএসই ওয়েবের মোবাইল অ্যাপ বিভাগ থেকে জানা গেছে, ডিএসই মোবাইল অ্যাপে মোট তিন ধরনের সংস্করণ রয়েছে।
এর মধ্যে একটি ব্রোকারেজ হাউজগুলোর জন্য এবং বাকি দুটি গ্রাহকদের জন্য। যেসব বিনিয়োগকারী এ অ্যাপের মাধ্যমে লেনদেনের আদেশ দিতে চান, তাদের জন্য অর্ডার ভার্সন নামে একটি সংস্করণ রয়েছে। আর যারা দিনের লেনদেনের সবকিছু লাইভ দেখতে চান, কিন্তু লেনদেনের আদেশ সরাসরি দিতে চান না, তাদের জন্যও আরেক ধরনের সংস্করণ রাখা হয়েছে।
ব্রোকারদের জন্য রাখা সংস্করণটির মাধ্যমে ব্রোকারেজ হাউজগুলো ডিলার হিসেবে থাকা শেয়ারের সর্বশেষ তথ্য দেখা ছাড়াও কেনাবেচার আদেশ দিতে পারেন। পাশাপাশি মোবাইল অ্যাপের মাধ্যমে ব্রোকারেজ হাউজগুলো নিজ প্রতিষ্ঠানে লেনদেনের সম্পূর্ণ চিত্রও দেখতে পারেন।
প্রসঙ্গত, ২০১৬ সালের ৯ মার্চ আনুষ্ঠানিক ভাবে ডিএসই মোবাইল অ্যাপ উদ্বোধন করেন তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শুরুতে অ্যাপটি ততটা জনপ্রিয় না হলেও ২০১৭ সালের শুরুর দিকে জনপ্রিয়তা বাড়তে শুরু করে। ওই বছরের প্রথম চার মাসে গ্রাহকসংখ্যা সাত হাজার বেড়ে তখন ডিএসই মোবাইল অ্যাপের মাধ্যমে লেনদেন করে এমন নিবন্ধিত গ্রাহকের সংখ্যা দাঁড়ায় ১২ হাজার ৯৭৬ জনে। বছরের শেষ আট মাসে এই সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গ্রাহকসংখ্যা পৌঁছে যায় ২৩ হাজার ৮৬১ জনে।
ধারাবাহিক ভাবে অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা বেড়ে গত বছরের (২০১৮) শেষে এর সংখ্যা দাঁড়ায় ৩৯ হাজারে। আর চলতি বছরের মে মাস নাগাদ ডিএসই মোবাইল অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ হাজার ১৩৪।