চীনের বেইজিং শহরে অবমুক্ত হচ্ছে রেডমি ব্র্যান্ডের প্রথম ফ্ল্যাগশিপ রেডমি কে২০ এবং রেডমি কে২০ প্রো। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ২টায় ঘটা করে অবমুক্ত হওয়া স্মার্ট ফোন দুইটির সঙ্গে বাজারে ছাড়া হবে রেডিমি ল্যাপটপও।
রেডমি কে২০-কে বলা হচ্ছে ফ্লাগশিপ কিলার ২.০। আর ১৪ ইঞ্চি আকারের রেডমিবুক ল্যাপটপ ছাড়া হচ্ছে কোর আই৩, আই৫ ও আই৭ সেভেন মডেলে।
একগুচ্ছ প্রিমিয়াম ফিচার নিয়ে রেডমি’র এই ফ্লাগশিপ ফোনে আছে স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট ও ৪০০০ এমএইচ ব্যাটারি। দুটি ফোনেই থাকছে ৬.৩৯ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। সাথে থাকছে ৮জিবি পর্যন্ত র্যাম আর ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ।
ইতিমধ্যেই বাংলাদেশী ১০০০ টাকায় চীনে ফোনটির প্রিবুকিং শুরু হয়েছে।
সম্প্রতি এক প্রতিবেদনে জানানো হয়েছে, রেডমি কে২০ প্রো ফোনের দাম শুরু হচ্ছে দুই হাজার ৫৯৯ ইউয়ান (প্রায় ২৬,১০০ টাকা) থেকে।
একাধিক মেমোরি ও স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই স্মার্টফোন।