পোশাক-প্রসাধনীর পাশাপাশি ঈদের হাওয়া লেগেছে হাওয়া লেগেছে স্মার্টফোন বাজারে। ক্রেতাদের আগ্রহ বুঝে আগেভাগেই ক্রেতার মন জয়ে নানা ব্র্যান্ডের স্মার্টফোনের দাম কমিয়েছে বিক্রেতা প্রতিষ্ঠানগুলো। ছাড় দেয়া হচ্ছে ২০ হাজার থেকে ৫০০ টাকা পর্যন্ত।
স্যামসাং-এ সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশ ব্যাক
ঈদ উপলক্ষ্যে স্যামসাং এ৩০ ফোনের দাম ২২ হাজার ৯৯০ থেকে কমিয়ে ২০ হাজার ৯৯০ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। এছাড়াও গ্যালাক্সি এস টেন সিরিজের ফোন কেনার ক্ষেত্রে ১০ হাজার টাকা ক্যাশব্যাক কিংবা ফ্রি গ্যালাক্সি বাডজ পাওয়ার সুযোগ দেয়া হয়েছে। এ ছাড়া গ্যালাক্সি নোট নাইন ও গ্যালাক্সি এস নাইন কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাকের সুযোগ পাওয়া যাবে। বিকাশ গ্রাহকেরা স্যামসাংয়ের যেকোনো যন্ত্র কিনে সর্বোচ্চ ৫ শতাংশ ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।
সিম্ফনিতে ৫ হাজার টাকা মূল্য ছাড়
ঈদ উপলক্ষে সিম্ফনি আই১৫ মডেলের ফোন এক হাজার টাকা ছাড়ে ৫ হাজার ৬৯০ টাকা, ভি৭৫ ৭৫০ টাকা ছাড়ে ৪ হাজার ৭৯০ টাকা, ভি৯৮ ২০০ টাকা ছাড়ে ৪ হাজার ৫৪০ টাকা, ভি১৪২ ৩৫০ টাকা ছাড়ে ৫ হাজার ৪৯০ টাকা এবং হ্যালিও এস৫ তিন হাজার টাকা ছাড়ে ১০ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে।
মটোরোলায় ৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ব্যাক
ঈদ উপলক্ষ্যে মটোরোলার যেকোনও মডেলের ফোন কিনলে ২,০০০-৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা দেয়া হয়েছে। তবে মটো জি৭ পাওয়ার স্মার্টফোন কিনলে ক্রেতারা ২,০০০-৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা অথবা মাইক্রোল্যাব স্পিকার (১০৬ – বিটি) জেতার সুযোগ রয়েছে। এছাড়াও মাত্র ২০ হাজার ৯৯০ টাকায় মটোহাব, এডিসন শপ, রবিশপ এবং পিকাবু থেকে সাদা এবং কালো রংয়ের মটোরোলা ওয়ান হ্যান্ডসেটি কিনতে পারবেন।
অপো এফ১১ ফোনে ৩ হাজার টাকা ছাড়
ঈদ উপলক্ষে ডিভাইসটি ২৪ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাবে। তবে এটির রেগুলার মূল্য ২৭ হাজার ৯৯০ টাকা। ৬ দশমিক ৫ ইঞ্চি প্যানারমিক ডিসপ্লে এবং ৯০.৯ শতাংশ বডি-টু-স্ক্রিন রেশিওর ডিভাইসটির ক্ষুদ্র নচে সেলফি ক্যামেরা স্থাপন করায় ফুল এইচডি প্লাস ভিডিও দেখায় মিলবে নতুন অভিজ্ঞতা। এ ফোনে ৪৮ ও ৫ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। অপোর নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা ক্যামেরা সফটওয়্যারের কল্যাণে সব পিক্সেলের সমন্বয়ে ওয়াইড ডাইনামিক রেঞ্জের ছবি ধারণ করা সম্ভব হবে।
শাওমি-তে ৩ হাজার টাকা মূল্যছাড়
ঈদ উপলক্ষে মি এ২ (৪ + ৬৪ জিবি) ফোনে ৩ হাজার টাকা মূল্যছাড় দিয়েছে শাওমি। ফোনটির বর্তমান দাম ২০ হাজার ৯৯৯ টাকা। এছাড়াও রেডমি ৬এ (২ + ১৬ জিবি) ফোনটির দামে ছাড় দেয়া হয়েছে ৫০০ টাকা। এর দাম ৮ হাজার ৯৯৯ টাকা। রেডমি গো ক্রেতাকে সঙ্গে টি-শার্ট ফ্রি দেয়া হচ্ছে। এছাড়াও বাংলালিংক গ্রাহকেরা যেকোনো শাওমি স্মার্টফোন প্রতি মাসে ১ জিবি করে ১২ মাসে মোট ১২ জিবি বিনা মূল্যে মোবাইল ডেটা পাবেন।
মূল্য ফেরত দিচ্ছে হুয়াওয়ে
ওয়াই ফাইভ ও ওয়াই সেভে প্রো ফোনে গ্রান্ড ঈদ অফার ঘোষণা করেছে হুয়াওয়ে। এতে স্ক্র্যাচ কার্ডে মোটরবাইক, থাইল্যান্ড ভ্রমণের সুযোগ মিলতে পারে। এছাড়াও রয়েছে মূল্য ফেরত বা ক্যাশব্যাক অফার। দেশের বাজারে ওয়াই ফাইভ ২০১৯ ও ওয়াই সেভেন প্রো ২০১৯ (৬৪ জিবি) ফোন দুটি পাওয়া যাবে ৯ হাজার ৯৯৯ টাকা ও ১৫ হাজার ৯৯৯ টাকায়।
টেকনো ফোনে ১ হাজার টাকা ছাড়
টেকনো পপ ওয়ানএস ১ হাজার টাকা ছাড়ে ৭ হাজার ৪৯০ টাকা এবং ক্যামন আই স্কাই২ এক হাজার ৭০০ টাকা ছাড়ে ৯ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে।