আগামী ২৮ মে চীনের বাজারে উন্মোচিত হতে যাচ্ছে শাওমির রেডমি ব্র্যান্ডের নতুন স্মার্টফোন। রেডমি কে২০ মডেলের এই স্মার্টফোনের টিজার প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এবার ফোনটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য ফাঁস হয়েছে।
জানা গেছে রেডমি কে২০ এবং রেডমি কে২০ প্রো এই দুটি ভেরিয়েশনে ফোনটি বাজারে আসবে। এরই মধ্যে প্রকাশ করা একাধিক টিজারে দেখা গেছে ফোনটিতে থাকছে স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট। সাথে থাকছে ৪০০০ এমএএইচ ব্যাটারি, ৩.৫ মিমি হেডফোন জ্যাক এবং গেম টার্বো ২.০। ফোনটিতে ডিসি ডিমিং ফিচারও থাকছে।
ফোন দুটি একাধিক মেমরি ও স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে। ইতিমধ্যেই মাইস্মার্টপ্রাইস ওয়েবসাইটে প্রকাশিত ছবিতে রেডমি কে২০ প্রো’কে লাল রঙে দেখা গেছে।
দুটি ফোনেই থাকবে ৬.৩৯ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। আর সাথে থাকছে ৮ গিগাবাইট পর্যন্ত র্যাম ও ২৫৬ গিগাবাইট পর্যন্ত স্টোরেজ।
ডিবিটেক/বিএমটি