ভারতসহ বিশ্বের একাধিক দেশে স্মার্টফোন বিক্রি বন্ধ করে দিলেও গেমিং ফোনের দিকে মনোযোগ দিচ্ছে সনি। সংস্থার সিইও কেনিচিরো ইয়োশিদা জানিয়েছেন, প্রবল লোকসান এবং লগ্নিকারীদের চাপে বাধ্য হয়েই বিভিন্ন দেশে সনি স্মার্টফোন বিক্রি বন্ধ করে দিতে হচ্ছে। তবে এখনই স্মার্টফোন ব্যবসা সম্পূর্ণ বন্ধ করছেন না। বরং জাপান, ইউরোপ, তাইওয়ান এবং হংকং-এ উপরে মনোনিবেশ করতে চাইছেন।
অবশ্য প্রবল লোকসানের পর স্মার্টফোন ব্যবসায় নতুনত্ব আনতে যাচ্ছে কোম্পানিটি। আগামী অর্থবছরে স্মার্টফোনে গেমিং কেন্দ্রিক ফিচার নিয়ে কাজ করার আভাস দিয়ে কেনিচিরো ইয়োশিদা বলেছেন, প্লেস্টেশনের পাশাপাশি স্মার্টফোনে বিনোদন সুবিধা যোগ করতে এবার সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে। নতুন উদ্যোগের মাধ্যমে ব্যান্ডভ্যালু-কে কাজে লাগিয়ে স্মার্টফোন বিভাগকে আরো শক্তিশালী করা হবে। কেননা, আগামীতে মানুষ টিভি দেখবে না।
প্রসঙ্গত, তীব্র প্রতিযোগিতার বাজারে অ্যাপল এবং স্যামসুংয়ের সঙ্গে পাল্লা দিতে গিয়ে স্মার্টফোন ব্যবসায় ক্রমশ পিছিয়ে পড়ছে সনি। গত মার্চে শেষ হওয়া আর্থিক বছরে স্মার্টফোন ব্যবসায় ৮৭৯.৪৫ মিলিয়ন মার্কিন ডলার অপারেটিং লোকসানের মুখ দেখে এই জাপানি সংস্থাটি।
যে কারণে এই ব্যবসা থেকে হাত গুটিয়ে নেওয়ার বিষয়ে কর্তৃপক্ষের উপরে ক্রমশ চাপ বাড়াচ্ছিলেন লগ্নিকারীরা।