আগামী বুধবার ফুল-স্ক্রিণ ফোন আনতে যাচ্ছে চীনা স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। এর আগে ফোনের ডিজাইন ও রিটেইল বক্সের ছবি ফাঁস হলেও এবার অফিশিয়ালভাবে রিয়েলমি এক্স মডেলের এই নতুন ফোনের ছবি প্রকাশ করেছে কোম্পানিটি।
সাদা এবং নীল/পার্পল গ্রাডিয়েন্ট কালারে আসবে এই ফোন। ছবিতে দেখা যাচ্ছে ফোনটির সামনে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি+ অ্যামোলেড স্ক্রিণ থাকবে। এতে মিনিমাল বেজেল ও বিল্ট-ইন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। সেলফি তোলার জন্য উপরের থাকছে ১৬ মেগাপিক্সেলের আপ-আপ ক্যামেরা।
ফোনটির পিছনে থাকবে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ও ৫ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সাথে থাকবে এলইডি ফ্ল্যাশ এবং নিচের অর্ধেকটা জুড়ে রিয়েলমির ব্র্যান্ডিং।
ফোনটিতে থাকবে স্ন্যাপড্রাগন ৭১০ চিপসেট। এছাড়া থাকবে ৬ গিগাবাইট র্যাম ও ১২৮ গিগাবাইট ইন্টারন্যাল মেমরি। থাকছে ভিওওসি ৩.০ ফাস্ট চার্জিং সুবিধাসহ ৩৬৮০ এমএএইচ ব্যাটারি।
আগামী ১৫ মে বেইজিংয়ে আনুষ্ঠানিকভাব উন্মোচিত হবে ফোনটি।
ডিবিটেক/বিএমটি