বর্তমানে ভারতে অপো স্মার্টফোন ভক্তরা অ্যামাজন ও ফ্লিপকার্ট থেকে নতুন ফোন কিনতে পারেন। এছাড়া বিভিন্ন স্মার্টফোন শপেও শক্ত অবস্থান রয়েছে কোম্পানিটির। তবে এবার নতুন ওয়েব স্টোর চালুর মাধ্যমে অনলাইনে পণ্য বিক্রি ও ব্যবসায় প্রসারে কাজ করছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।
আগামী ৭ মে অপোর নতুন ওয়েব স্টোর চালু হবে বলে জানা গেছে। তবে বিদ্যমান মডেলগুলো বিক্রি করা অপো ডটকম থেকে এটিকে কীভাবে আলাদা করা হবে সেটি সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
বর্তমানে নতুন ওয়েব স্টোরটির একটি ল্যান্ডিং পেজ রয়েছে, যেখানে স্টোরটির প্রচারে বিভিন্ন ধরণের অফার যুক্ত করা হয়েছে। রয়েছে ৩০০ রুপি গিফটসহ অপো রেনো৫ প্রো, এ-সিরিজ ফাইভজি ফোন কিংবা অপো স্মার্ট ব্যান্ডস জেতার সুযোগ।
আগামী ২৩ এপ্রিল থেকে স্মার্ট ব্যান্ড বিজয়ী নির্বাচন করা হবে। ৩০ এপ্রিল এ-সিরিজ ফোন বিজয়ী এবং ৬ মে রোনো৫ প্রো মডেলের বিজয়ী নির্বাচন করতে লটারি অনুষ্ঠিত হবে।
ডিবিটেক/বিএমটি