টুইটারে সবচেয়ে বেশি সক্রিয় প্রধান নির্বাহী কর্মকর্তাদের মধ্যে অন্যতম ওয়ানপ্লাসের প্রতিষ্ঠাতা পিট লাউ। তিনি প্রায়ই নতুন ডিভাইসের নমুনা ছবি, টিজার ও বিজনেস পারফরমেন্স মেট্রিক্স প্রকাশ করে থাকেন।
রবিবার তিনি কিছু দারুন খবর নিয়ে আসেন। তিনি জানান, প্রিঅর্ডারের প্রথমদিনে আগের ফ্ল্যাগশিপ মডেলগুলোর তুলনায় ৩২৪ শতাংশ বেশি অর্ডার গ্রহণের রেকর্ড গড়েছে ওয়ানপ্লাস ৯ সিরিজ।
খবরটি ওয়ানপ্লাসের বিপণন টিমের জন্য একটি অসাধারণ খবর। ৯ সিরিজটি ভিডিও টিজার, পোস্ট এবং নমুনা ছবির মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে খুব জোরালোভাবে প্রচার করা হয়েছিলো।
ফোনটি প্রাথমিক সফলতার ক্ষেত্রে ফোনের পিছনে হাসেলব্লাড নামটিও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করা হয়। ওয়ানপ্লাস ইতিমধ্যেই একটি সুপরিচিত ব্র্যান্ড, তবে কোনো কিছু না থাকলে কোনো মানুষ ১৫০ ডলার খরচ করবে। ফোনটির ক্যামেরা সবার আগে নজর কেড়েছে ক্রেতাদের।
এখন পর্যন্ত কোম্পানির সেরা ফোন হিসেবে ৯ প্রো ফোনটিকে বিবেচনা করা হচ্ছে। এতে আধুনিক ফিচার কিংবা হার্ডওয়্যারে কোনো কার্পণ্য করা হয়নি। এছাড়া ওয়ানপ্লাস ফোনটিও বেশকিছু প্রিমিয়াম ফিচার নিয়ে আসে।
ডিবিটেক/বিএমটি