গত বিশ বছরে অন্তত ৪৯০ শতাংশ বেড়েছে মোবাইল ফোনের দাম। ২০০০ সালে যেখানে ৩০ পাউন্ডে কেনা যেতো নকিয়া ৩৩১০ হ্যান্ডসেট। আর এখন আইফোন ১২ প্রো ম্যাক্সের মতো একটি টপ-এন্ড স্মার্টফোন কিনতে ব্যয় করতে হয় ১,৪০০ পাউন্ড। হিসেব করলে, গত ৫ বছরে স্মার্টফোনের দাম বেড়েছে দ্বিগুণ। ২০১৫ সালে যখন আইফোন সিক্স বাজারে আসে তখন দাম শুরু হয়েছিলো ৫৪০ পাউন্ড থেকে। এভাবেই স্মাটফোনের দাম এখন বাজেট ছাড়িয়ে যাওয়ার পর্যায়ে চলে গেছে।
এমন পরিস্থিতে বিক্রি নয়, এবার স্মার্টফোন ভাড়া দেয়ার মিশনে নামছে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং। রেন টেক প্রযুক্তি প্রতিষ্ঠান গ্রুভারের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে জার্মানিতে স্মার্টফোন ভাড়া দেওয়ার প্রকল্প চালু করেছে তারা।
প্রকল্পের মাধ্যমে সর্বোচ্চ ১২ মাসের জন্য গ্যালাক্সি ডিভাইস ভাড়া নিতে পারবেন গ্রাহক। নতুন এই সেবার আওতায় স্যামসাংয়ের অনলাইন অফিশিয়াল স্টোর থেকে গ্যালাক্সি এস২০ মডেল এবং ভাড়ার মেয়াদ বাছাই করলে গ্রাহককে গ্রুভারের কাছে পাঠানো হবে। প্রতিষ্ঠানটি নির্দিষ্ট সময়ের জন্য স্মার্টফোন ভাড়ার বিষয়গুলো যাচাই করে সিদ্ধান্ত জানাবে।
ভাড়ার মেয়াদ যতো দীর্ঘ হবে মাসিক ফি ততো কমবে। মেয়াদের ওপর ভিত্তি করে গ্যালাক্সি এস২০এফই ১২৮ গিগাবাইট স্টোরেজ মডেলটি গ্রাহক ভাড়া নিতে পারবেন মাসিক ৫৯.৯০, ৪৯.৯০, ৩৯.৯০ বা ২৯.৯০ ইউরোতে।
এদিকে গ্যালাক্সি এস২০ আল্ট্রা ডিভাইসটির এক মাসের ভাড়া পড়বে ১১৯.৯০ ইউরো। আর ৩ ও ৬ বা ১২ মাসের জন্য ডিভাইসটির ভাড়া হবে যথাক্রমে ৯৯.৯০, ৭৯.৯০ এবং ৬৯.৯০ ইউরো।
আপাতাত শুধু জার্মানিতেই সীমাবদ্ধ থাকছে স্মার্টফোন ভাড়ার প্রকল্প। অন্যান্য বাজারে কবে নাগাদ প্রকল্পটি চালু হবে বা আদৌ চালু হবে কি না সে বিষয়ে কোনো ঘোষণা দেয়নি স্যামসাং।