আজ (মঙ্গলবার) এক অনুষ্ঠানের আয়োজন করেছে মটোরোলা। আর সেই অনুষ্ঠানে উন্মোচিত হবে নতুন স্মার্টফোন মটো জি ফাইভজি এবং মটো জি ফাইভজি প্লাস। এফসিসি কর্তৃক অনুমোদিত হওয়ার পর গিকবেঞ্চ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ডিভাইসগুলো। খবর জিএসএম এরিনা।
মটো জি ফাইভজি প্লাসে থাকছে কোয়ালকমের ৬০০ সিরিজের বা নাইরো সিরিজের স্ন্যাপড্রাগন ৬৯০ চিপসেট। এটি এখন পর্যন্ত স্ন্যাপড্রাগনের সবচেয়ে কমদামি ফাইভজি চিপসেট। ফলে ফোনটি মধ্যমশ্রেণির হবে বলে ধারণা করা হচ্ছে।
ফোনটিতে থাকছে ৪ গিগাবাইট র্যাম। চলবে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে। অপরদিকে ইভলিকস জানিয়েছে, মটো জি ফাইভজি ফোনে থাকবে স্ন্যাপড্রাগন ৭৫৬ চিপসেট। তবে এতে পুরাতন কোর ব্যবহার করা হবে। বিস্তারিত জানতে আর মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে।
ডিবিটেক/বিএমটি