পরিকল্পনা মতো সবকিছু ঠিকঠাক থাকলে আগামী অক্টোবরেই উন্মোচিত হবে হুয়াওয়ে মেট ৪০ সিরিজ। শোনা যাচ্ছে, ফোনটিতে প্রধান ক্যামেরা হিসেবে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। খবর জিএসএম এরিনা।
হুয়াওয়ের সাপ্লাই চেইনে কর্মরত ব্যক্তিরা জানিয়েছেন, মেট ৪০ এবং মেট ৪০ প্রোতে ব্যবহৃত হতে যাওয়া ক্যামেরাটি অনেক উন্নত ফিচার নিয়ে আসবে।
এতে থাকছে ৯পি লেন্স। বাজারে বর্তমান ১০৮ মেগাপিক্সেল সেন্সরের চেয়ে এটি ছবির মানে বড় পরিবর্তন আনবে।
ডিবিটেক/বিএমটি