মুঠোফোন জগতে এখন পর্যন্ত ব্র্যান্ড নামে আইফোন-কে আভিজাত্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। মধ্য বিত্তের গেজেট হিসেবে স্যামসাং, হুয়াওয়ে, শাওমি, ভিভোর মতো ব্র্যান্ডগুলো বাংলাদেশের বাজারে জায়গা করে নিয়েছে। তবে দেশী ব্রান্ডের সিম্ফোনির পাশাপাশি এবার এই বাজারে শক্ত অবস্থান তৈরি করছে ওয়ালটন। চলতি বছরে স্মার্টফোন অনেকটাই ব্র্যান্ড নির্ভর হয়ে পড়েছে। তবে এসবের বাইরে আলোচনায় থেকেছে কোটি টাকার ফোন।
ফ্যাল্কন সুপারনোভা আইফোন সিক্স পিংক ডায়মন্ড
ফোনটি তৈরি করেছে আমেরিকান অভিজাত পণ্য তৈরি করার কোম্পানি ফ্যালকন। এটি তৈরি করতে ব্যবহৃত হয়েছে হীরা, চুনি, পান্না, নীলকান্ত মনি, স্বর্ণ ও বিশুদ্ধ প্লাটিনাম। বর্তমান বিশ্বের সবচেয়ে দামি এই মোবাইল ফোনটিতে রয়েছে ১৮ ক্যারটের একটি গোলাপি হীরক খণ্ড। ছোটখাটো একটি দেশের জাতীয় বাজেটের সমমূল্যের এই ফোনটি পাওয়া যায় গোল্ড, রোজগোল্ড ও প্লাটিনাম এই ৩টি সংস্করণে। ফোনটির দাম ১১০মিলিয়ন ডলার বা ৯২২কোটি ২১লক্ষ ৮০হাজার টাকা।
ব্লাক ডায়মন্ড আইফোন ৫
চীনের একজন ধনী ব্যবসায়ী যুক্তরাজ্যের কিংবদন্তী ডিজাইনার স্টুয়ার্ট হিউজকে একটি দামি ফোনের নকশা করতে বলেন যা পৃথিবীতে এর আগে কেউ কখনো দেখেনি। এই ফোনটি তৈরি করতে প্রায় ৯ সপ্তাহ সময় লেগেছিলো। এই ফোনতি নিরেট স্বর্ণ দিয়ে তৈরি। এর লোগো তৈরি করতে লেগেছে ৫৩টি হীরক খণ্ড। এর পুরো শরীর জুড়ে রয়েছে ৬০০টি হীরক খণ্ড। এর হোম বাটনটি তৈরি করা হয়েছে দুষ্প্রাপ্য ২৬ ক্যারটের কালো হীরা দিয়ে। আর এই ফোনটি ব্লাক ডায়মন্ড আইফোন ৫ নামে পরিচিত। এর দাম ১৫.৩মিলিয়ন ডলার বা প্রায় ৪২১কোটি টাকা।
ডায়মন্ড ক্রিপ্টো স্মার্টফোন
উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত ফোনটির মূল কাঠামো বিশুদ্ধ প্লাটিনাম দিয়ে তৈরি। দুইপাশে রয়েছে ২৫টি করে ৫০টি মহামূল্যবান হীরা। এর নেভিগেশন বাটন গুলো তৈরি ১৮ক্যারটের রোজ গোল্ড হীরা দিয়ে। ফোনটির দাম ১.৩মিলিয়ন ডলার বা প্রায় ১১ কোটি টাকা।
গোল্ডভিশ লা মিলিয়ন
সুইস লাক্সারি মোবাইল ফোন নির্মাতা কোম্পানি গোল্ডভিশের তৈরি এই ফোনটির অপারেটিং সিস্টেম জাভা। এর নকশা করেছে সুইস ডিজাইনার অ্যামানুয়াল গুয়েত। ১৮ ক্যারট হোয়াইট গোল্ড ও ১২০ ক্যারট নিখুঁত হীরক খণ্ড দিয়ে তৈরি করা হয়েছে মাত্র ৩টি ফোন। এই মোবাইলের মূল্য ১.৩ মিলিয়ন ডলার বা প্রায় ১১ কোটি টাকা। ২০০৬ সালে এই ফোন তৎকালীন সবচেয়ে দামি ফোন হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে জায়গা পায়।
গ্রেসো লাক্সার লাস ভেগাস জ্যাকপট
বিলাসবহুল পণ্য নকাশাকারক গ্রেসো এই মোবাইলটি নকশা করেন। মোবাইলটির পেছনের অংশ তৈরি হয়েছে ২০০ বছরেরও পুরোনো বহু মূল্যবান আফ্রিকান গাছের কাঠ দিয়ে। পুরো মোবাইলটিতে কালো হীরা ও ১৮০গ্রাম স্বর্ণ ব্যবহার করা হয়েছে। ৩২ ক্যারেট ওজনের নীলকান্ত মণি দিয়ে এর বাটন তৈরি করা হয়েছে। এই মোবাইলটির মূল্য ১ মিলিয়ন ডলার বা সাড়ে ৮ কোটি টাকা।