হুয়াওয়ের নতুন স্মার্টফোন ওয়াই নাইন এস উন্মোচনের পর মঙ্গলবার থেকে (২৬ নভেম্বর) প্রি-বুকিং শুরু হয়েছে। চলবে পয়লা ডিসেম্বর পর্যন্ত। ব্র্যান্ডশপে গিয়ে প্রি-বুকিংয়ে উপহার হিসেবে থাকছে হুয়াওয়ের ৩৬০ ডিগ্রি ক্যামেরা। পাশাপাশি থাকছে গ্রামীণফোন গ্রাহকদের জন্য ৮ জিবি ফ্রি ডেটা বান্ডেল অফার।
হুয়াওয়ে জানিয়েছে, বাংলাদেশের বাজারে হুয়াওয়ে ওয়াই নাইন এস স্মার্টফোনটির দাম পড়বে ২৯ হাজার ৯৯৯ টাকা। নগদ ৩ হাজার টাকা দিয়ে হুয়াওয়ে অনুমোদিত ব্র্যান্ডশপ থেকে ফোনটি প্রি-বুক করা যাবে।
প্রি-বুকিংয়ের জন্য গ্রাহককে হুয়াওয়ের ব্র্যান্ডশপে গিয়ে নির্দিষ্ট পদ্ধতিতে এসএমএস করতে হবে। এরপর গ্রাহক একটি ফিরতি এসএমএস পাবেন। সেখানে প্রি-বুক কোড পাওয়া যাবে। এর মাধ্যমে গ্রাহকের প্রি-বুক নিশ্চিত হবে।