উন্মোচন হলো ভিভো ইউ২০। শুক্রবার ভারতে এই ফোন উন্মোচন করেছে ভিভো। নতুন এই ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি ১৬ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর।
ফোনটিতে থাকছে ৬.৫৩ ইঞ্চি এইচজি প্লাস ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ স্টাইল নচ। থাকছে ৫ হাজার এমএএইচ ব্যাটারি। সাথে থাকছে ১৮ ওয়াট ডুয়াল ইঞ্জিন ফাস্ট চার্জিং।
৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজের দাম ১০,৯৯০ রুপি। ৬ জিবি ও ৬৪ জিবি স্টোরেজে এই ফোন কিনতে ১১,৯৯০ রুপি খরচ হবে। কালো ও নীল রঙে পাওয়া যাবে ইউ২০। ২৮ নভেম্বর ভারতে এই ফোন বিক্রি শুরু করবে ভিভো।