বাংলাদেশের বাজারে নতুন ৩ জিবি ভ্যারিয়েন্টে এসেছে গত সেপ্টেম্বরে বাংলাদেশের বাজারে অবমুক্ত হওয়া টেকনো স্পার্ক গো ওয়ান। ফোনটিতে আছে ৪ বছরের বিক্রয়োত্তর সেবা। এটিতে আছে পানি, ধুলো ও তেল প্রতিরোধী ফিচার।
অক্টা-কোর টি৬১৫ প্রসেসর থাকায় মাল্টিটাস্কিং ও গেমিং গতি অটুট থাকবে বলে দাবি নির্মাতাদের। বলা হচ্ছে, তিন’শ এমবিপিএস পর্যন্ত ডাউনলোড স্পিড পাওয়া যাবে, যা গতানুগতিক ফোরজি নেটওয়ার্কের তুলনায় প্রায় শতভাগ বেশি গতি নিশ্চিত করবে।
প্রাণবন্ত ছবি এবং ভিডিও কলের জন্য এই ফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেল প্রাইমারী ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
নতুন ৬৪জিবি স্টোরেজ + ৬জিবি র্যাম (*৩জিবি + ৩জিবি এক্সটেন্ডেড) ভ্যারিয়েন্টটি দেশব্যাপী সকল আউটলেটে মাত্র ৯,৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য) পাওয়া যাচ্ছে ৩টি স্টার ট্রেইল ব্ল্যাক, গ্লিটারি হোয়াইট (সাদা) ও ম্যাজিক স্কিন গ্রিন (সবুজ) এই তিনটি কালারে। এছাড়া ৬৪জিবি স্টোরেজ+ ৮জিবি র্যাম (৪জিবি + ৪জিবি এক্সটেন্ডেড) ভ্যারিয়েন্টটির দাম মাত্র ১০,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) এবং ১২৮জিবি স্টোরেজ+ ৮জিবি র্যাম (৪জিবি + ৪জিবি এক্সটেন্ডেড) ভ্যারিয়েন্টটি মাত্র ১২,৪৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য) ক্রয় করতে পারবেন।