দারাজ ১১.১১ মেগা সেলসে দেশের বাজারে এক্স৭সি স্মার্টফোন এনেছে প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ। বাজেট বান্ধব ফোন হিসেবে ফটোগ্রাফি ফোকাসড ফোনটির দাম ধরা হয়েছে ২২ হাজার ৯৯৯ টাকা। মিডনাইট ব্ল্যাক, ফরেস্ট গ্রিন ও মুনলাইট হোয়াইট – এই তিনটি রঙে পাওয়া যাবে ফোনটি।
এদিকে দারাজ ১১.১১ উৎসবে প্রি-বুকিংয়ের ক্ষেত্রে স্মার্টফোনটির ডেলিভারিতে একটি উইন্টার জ্যাকেট, ২ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ও গ্রামীণফোনের বিশেষ ইন্টারনেট অফার করা হয়েছে।
এছাড়া, সৌভাগ্যবান বিজয়ীরা সারপ্রাইজ গিফট হিসেবে অনার এক্স৭সি বিনামূল্যে জিতে নেওয়ার সুযোগও দেয়া হয়েছে। ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপ থেকে কেনা যাবে। নতুন ফোন উন্মোচন উদযাপনের এই আনন্দকে আরও বহুগুণ বৃদ্ধি করতে দারাজের ১১.১১ ক্যাম্পাইনেও অংশ নিচ্ছে অনার। ক্রেতারা দারাজ ১১.১১ ক্যাম্পেইন চলাকালীন অনার এক্স৭সি ক্রয়ের সময় ১,০০০ টাকার ডিসকাউন্ট, ফ্রি ডেলিভারি ও 0% ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন।