বাংলাদেশে এক দশক পূর্তি উদযাপন উপলক্ষে ‘সুপার অফার’ দিয়েছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। ‘ও ফ্যানস ফেস্টিভ্যাল’-এর অংশ হিসেবে এই অফারে অপো রেনো১২ এফ ৫জি-তে ৫,০০০ টাকা ছাড় পাবেন গ্রাহকরা। এছাড়াও গ্রাহকরা ‘অপো এ৩ সিরিজ কম্বো বক্স’ এবং ‘অপো রেনো১২ এনকো গিফট বক্স’- এর মতো উপহারগুলোও নিশ্চিতভাবে পেতে পারেন।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, দশক পূর্তীর এই অফারে অপো রেনো১২ এফ ৫জি ডিভাইসটির দাম হবে ৩৭,৯৯০ টাকা। ২৯,৯৯০ টাকায় মিলবে অপো রেনো১২ এফ ৪জি স্মার্টফোনটি। এছাড়াও ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজসহ অপো এ৬০ কেনা যাবে ২২,৯৯০ টাকায়।
অপো বাংলাদেশের অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, “আমাদের ফ্যানরা সবসময় পারফরমেন্স ও উদ্ভাবনকে নতুন উচ্চতায় পৌঁছতে অনুপ্রাণিত করে। ও ফ্যানস ফেস্টিভ্যাল তাদেরকে অকর্ষণীয় পুরস্কার ও ডিসকাউন্ট অফারের সুযোগ দিচ্ছে, যা বাংলাদেশে আমাদের ১০ম বার্ষিকীর উদযাপনে নতুন মাত্রা যোগ করেছে।”