নকিয়া ব্র্যান্ডেড ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল ইউরোপে প্রথম শীর্ষস্থানীয় কোনো স্মার্টফোন কোম্পানি হিসেবে ডিভাইস বিক্রি শুরু করলো। ‘মেইন ইন হাঙ্গেরি’ ফাইভজি মডেল দিয়েই এই যাত্রা শুরু করেছে কোম্পানিটি। মূলত গ্রাহকদের তথ্য নিরাপত্তার শঙ্কা কাটাতেই ইউরোপেই ডিভাইস তৈরি করছে এইচএমডি গ্লোবাল। খবর রয়টার্স।
এইচএমডি গ্লোবালের সহ-প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যঁ ফ্রাসোঁয়া বারিল বলেন, আমরা ইউরোপে আমাদের সিগনেচার রাগড ফাইভজি স্মার্টফোন নকিয়া এক্সআর২১ তৈরি করতে পেরে খুবই আনন্দিত।
এর আগে গত ফেব্রুয়ারিতে ইউরোপে স্মার্টফোন তৈরির ঘোষণা দেয় এইচএমডি গ্লোবাল।
ডিবিটেক/বিএমটি