নোকিয়া মোবাইল ফিচার ফোনের বাজারে এখনও যথেষ্ট সুপ্রসিদ্ধ ব্র্যান্ড। কোম্পানিটি প্রায়ই বাজারে নিত্যনতুন বেসিক হ্যান্ডসেট নিয়ে হাজির হচ্ছে। গত বছর জুলাই মাসে ব্র্যান্ডটি নোকিয়া ২৬৬০ ফ্লিপ নামে একটি আকর্ষণীয় ডুয়েল স্ক্রিন যুক্ত ফিচার ফোন লঞ্চ করেছিলো। এটি প্রাথমিকভাবে ব্ল্যাক, ব্লু ও রেড কালারে বাজারে এসেছিলো।
তবে, এখন নোকিয়া আনুষ্ঠানিকভাবে ২৬৬০ ফ্লিপ ফোনকে দুটি নতুন চিত্তাকর্ষক রঙে পুনরায় উন্মোচন করেছে। নতুন কালার ভ্যারিয়েন্টগুলো হলো পপ পিঙ্ক এবং গ্রিন।
নতুন মডেলগুলোতে আগের ভার্সনের তুলনায় সেভাবে কোনও পরিবর্তন আনা হয়নি। এই হ্যান্ডসেটটি ৪জি কানেক্টিভিটি অফার করে। এর পাশাপাশি, এতে ২.৮ ইঞ্চির প্রাইমারি স্ক্রিন এবং একটি ১.৭৭ ইঞ্চির সেকেন্ডারি ডিসপ্লে সহ ডুয়েল-ডিসপ্লে সেটআপ দেখা যায়। ফোনটা ইউনিসক টি১০৭ চিপসেট দ্বারা চালিত এবং ব্লুটুথ ৪.২, ওয়্যারলেস এফএম রেডিও ও একটি এমপি৩ প্লেয়ার সাপোর্ট করে।
পাওয়ার ব্যাকআপের জন্য, নোকিয়া ২৬৬০ ফ্লিপ ফোনটিতে ১,৪৮০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা একটি মাইক্রো-ইউএসবি পোর্টের মাধ্যমে চার্জ করা যায়। ফোনটিতে একটি ০.৩ মেগাপিক্সেলের ক্যামেরা, একটি এলইডি ফ্ল্যাশ এবং পাঁচটি কনট্যাক্ট পর্যন্ত দ্রুত কল করার জন্য একটি ইমারজেন্সি বাটন রয়েছে।
ডিবিটেক/বিএমটি