এইচএমডি গ্লোবালের মালিকানায় নোকিয়া পুনরায় ফিচার ফোনের বাজারে নিজের আধিপত্য বিস্তার করার পরিকল্পনায় আছে বলে মনে হচ্ছে। সেই লক্ষেই সোমবার একসাথে তিনটি ফিচার ফোন বাজারে উন্মুক্ত করেছে কোম্পানিটি।
নতুন ফিচার ফোনগুলো হলো – নোকিয়া ১০৬ (২০২৩), নোকিয়া ১০৫ (২০২৩) এবং নোকিয়া ১১০ (২০২৩)। এগুলো একাধিক দুর্দান্ত বেসিক ফিচারসহ এসেছে এবং এতে নোকিয়ার বহুল বিখ্যাত স্নেক গেম থাকছে। খবর টেক গাপ।
এছাড়া বিশেষত্ব হিসাবে উক্ত ফোনগুলো- ওয়্যারলেস এফএম রেডিও, এমপি৩ প্লেয়ার এবং টর্চ সুবিধা পাওয়া যাবে।
নোকিয়া ১১০ (২০২৩) ফিচার ফোনে ১.৮-ইঞ্চির কিউকিউভিজিএ ডিসপ্লে রয়েছে। এটি এস৩০+ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। নির্ধারিত স্টোরেজ বাদেও মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ফোনের মেমরি ক্যাপাসিটি ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ছবি তোলার জন্য ডিভাইসটির পিছনে একটি কিউভিজিএ ক্যামেরা দেওয়া হয়েছে। আবার বিনোদনের জন্য নোকিয়ার এই নতুন ফোনে এমপি৩ প্লেয়ারও মিলবে। উক্ত টুজি ফিচার ফোনে ১,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই ফোনে স্নেক গেম রয়েছে।
সেগমেন্টের সবথেকে শক্তিশালী ফিচার সমূহের সাথে এসেছে নোকিয়া ১০৫ (২০২৩) ফোনটি। এই বেসিক ফিচার ফোনে ১.৮-ইঞ্চির কিউকিউভিজিএ ডিসপ্লে মিলবে। এস৩০+ অপারেটিং সিস্টেম চালিত এই মডেলে ১,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি পাওয়া যাবে। এইচএমডি গ্লোবালের দাবি অনুসারে, এই ব্যাটারি একক চার্জে একটানা ২২ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম অফার করবে। আলোচ্য টুজি-এনাবল ডিভাইসটি আইপি৫২ ওয়াটার রেজিস্ট্যান্ট রেটিংসহ এসেছে। এছাড়া এতে এফএম রেডিও এবং একটি টর্চ -ও পেয়ে যাবেন ক্রেতারা।
নোকিয়ার সদ্য উন্মুক্ত হওয়া তৃতীয় মডেলটি বেসিক ডিসপ্লে প্যানেলসহ এসেছে। এতে ওয়্যারলেস এফএম রেডিও এবং এমপি৩ প্লেয়ার পাওয়া যাবে। নোকিয়া ১০৬ (২০২৩) ফোনে নির্ধারিত স্টোরেজ বাদেও মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ইন্টারনাল মেমরি ক্যাপাসিটি বর্ধিত করা সম্ভব। যার পর ব্যবহারকারীরা ৮,০০০ পর্যন্ত গান লোড করতে পারবেন। এই ডিভাইসেও নোকিয়ার ‘আইরনিক’ স্নেক গেম খেলার বিকল্প মিলবে। এছাড়া পাওয়ার ব্যাকআপের কথা বললে, নোকিয়া ১০৬ (২০২৩) ফোনের ব্যাটারি একবার চার্জে ১২ ঘন্টা পর্যন্ত টকটাইম এবং ২২ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম অফার করবে।
ডিবিটেক/বিএমটি