ডিস সংযোগ ছাড়াই স্যাটেলাইট চ্যানেল দেখার সুবিধা নিয়ে উন্মোচিত হলো টেলিভিশনের নতুন দেশীয় দুই ব্র্যান্ড ভিস্তা ও লোটাল। অ্যান্ড্রয়েড এই টিভিটি অরিজিনাল গুগল সার্টিফায়েড হওয়ায় পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ডিস সংযোগ ছাড়াই শত শত চ্যানেল দেখার সুবিধা পাবেন ব্যবহারকারী।
এতে ডিস সংযোগ নিতে প্রতি মাসে অতিরিক্ত অর্থ ব্যয় সাশ্রয় হবে বলে জানিয়েছেন ভিস্তা ইলেক্ট্রনিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ। বলেছেন, ভিস্তা অ্যান্ড্রয়েড টিভিতে ফেসবুক, গুগল, ইউটিউব, ই-শেয়ারিং, জুমসহ বিভিন্ন প্রয়োজনীয় অ্যাপস রয়েছে। আর এই টিভিটি তারা তৈরি করবেন দেশেই। চলতি বছরেই শুরু হবে পূর্ণাঙ্গ উৎপাদন কাজ। শুধু তাই নয়, আগামী বছরই বড় পরিসরে রফতানি লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে কোম্পানিটি।
এদিকে রাজধানীর ওয়েস্টিন হোটেলে সম্প্রতি নতুন ব্র্যান্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করে নির্মাতা প্রতিষ্ঠানটি উদ্বোধনী অনুষ্ঠানে কোম্পানিটির চেয়ারম্যান সামসুল আলম পনির, ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ, পরিচালক ইঞ্জিনিয়ার মইনুল হক, আব্দুল আলিম শিমুল, উপপরিচালক হাফিজুর রহমান, গোলাম মোস্তাফা প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রাথমিকভাবে ভিস্তার ৮টি এবং লোটালের ১২টি মডেলের এলইডি টেলিভিশন বাজারজাতের ঘোষণা দেওয়া হয়। এসব টিভির মধ্যে কণ্ঠচালিত অ্যান্ড্রয়েড টিভিরও বেশ কিছু মডেল এনেছে কোম্পানিটি। ভিস্তার মডেলগুলো হচ্ছে ২৪ ইঞ্চি বেসিক, ৩২ ইঞ্চি বেসিক, ৩২ ইঞ্চি অ্যান্ড্রয়েড, ৪০ ইঞ্চি অ্যান্ড্রয়েড, ৪৩ ইঞ্চি অ্যান্ড্রয়েড এছাড়া ভয়েস কন্ট্রোল সুবিধা সম্পন্ন ৩২ ইঞ্চি, ৪০ ইঞ্চি ও ৪৩ ইঞ্চি পর্দার টিভি রয়েছে। এ টিভিতে ন্যানোসেল টেকনোলজি থাকায় ছবির মানে সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করবে। ন্যুনতম ১৪ হাজার ৯০০ টাকা থেকে ৪১ হাজার ৯০০ টাকার মধ্যে পাওয়া যাবে টিভিগুলো।
লোটালের ২৪ ইঞ্চি থেকে ৭৫ ইঞ্চি পর্যনত ১২টি মডেলের টিভি পাওয়া যাবে ১৪ হাজার ৯০০ টাকা থেকে এক লাখ ৭৯ হাজার টাকার মধ্যে। লোটালের টিভিগুলোর মধ্যে ১০টি মডেলই কণ্ঠচালিত অ্যান্ড্রয়েড টিভি।
ভিসতা টিভির প্যানেলে এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিসহ ৪ বছরের বিক্রয়োত্তর সেবা দেওয়া হবে। টিভিগুলো দেশজুড়ে পাওয়া যাবে।