গেমার এবং কন্টেন্ট ক্রিয়েটরদের নতুন অভিজ্ঞতা দিতে পিএনওয়াই দেশের আইটি বাজারে মিডরেঞ্জ থেকে হাইরেঞ্জে ডিএলএসএস সমর্থিত ৫টি নতুন মডেলের গ্রাফিক্স কার্ড নিয়ে এসেছে। সোমবার পরিবেশক প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ডের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, ৩ বছরের ওয়ারেন্টি সুবিধা মিলবে এই গ্রাফিক্সকার্ডগুলোতে।
এর মধ্যে পিএনওয়াই আরটিএক্স ৩০৫০ ৬জিবি ভেরটো গ্রাফিক্স কার্ডে ১৪জিবিপিএস মেমোরি স্পিডে ৬জিবি মেমোরি পাওয়া যাবে। সর্বোচ্চ ৩টি মনিটর সাপোর্ট করবে ৭৬৮০*৪৩২০ রেজুলেশনে। আর পিএনওয়াই আরটিএক্স ৪০৬০ টিআই ৮জিবি ভেরটো মডেলে ৮ জিবি জিডিডিআর৬এক্স মেমোরির সাথে কুডা কোর রয়েছে ৪৩৫২টি।
এছাড়াও লাইভ স্টিমিং, এআই ভয়েস এবং ভিডিও, গেমিং এর ক্ষেত্রে লো লেটেন্সি সুবিধা মিলবে পিএনওয়াই আরটিএক্স ৪০৭০ সুপার ১২জিবি ভেরটো গ্রাফিক্স কার্ডে। এতে রয়েছে ৪জেন টেনসর কোর এবং থার্ড জেন রে ট্রেসিং কোর, ১২জিবি জিডিডিআর৬এক্স মেমোরি এবং ৭১৬৮টি কুডা কোর।
একইভাবে স্টিমিং এর ক্ষেত্রে মাল্টি প্রসেসর, ৪জেন টেনসর কোর এবং থার্ডজেন রে ট্রেসিং কোরের সমন্বয়ে পিএনওয়াই আরটিএক্স ৪০৭০ টিআই সুপার ১৬জিবি ভেরটো কার্ডটির ক্লক স্পীড ২৩৪০ মেগাহার্জ। মেমোরি ১৬জিবি জিডিডিআর৬এক্স যার স্পীড ২১ জিবিপিএস। কার্ডটিতে ৮৪৪৮টি কুডা কোর রয়েছে। কার্ডে থাকা ১.৪এ ডিসপ্লে পোর্ট দিয়ে সর্বোচ্চ ৮কে তে ৬০হার্জ এবং ৪কে তে ২৪০হার্জ রেজুলেশন পাওয়া যাবে। ভেলোসিটি নামক ওভারক্লকিং সফটওয়্যার দিয়ে গ্রাফিক্স কার্ডটি ওভারক্লক করা যায়। মিনিমাম ৭০০ ওয়াটের পাওয়ার সাপ্লাই দিয়ে আরটিএক্স ৪০৭০ টিআই সুপার রান করে।
অন্যদিকে পিএনওয়াই আরটিএক্স ৪০৮০ সুপার ১৬জিবি ভেরটো-কে বাংলাদেশে পিএনওয়াই এর সর্বোচ্চ গতির গ্রাফিক্স কার্ড বলে দাবি করা হয়েছে। এর ক্লক স্পীড ২২৯৫ মেগাহার্জ এবং কুডা কোর ১০২৪০টি। ১৬ পিনের এই কার্ডে জিডিডিআর৬এক্স ১৬ জিবি মেমোরি রয়েছে। মাইক্রোসফট ডিরেক্টএক্স ১২ আল্টিমেট সাপোর্টং থাকায় কার্ডটি গেম খেলার ক্ষেত্রে প্রানবন্ত এক ভিজুয়াল অভিজ্ঞতা দিতে পারবে বলে ধারণা করা যায়।