বাংলাদেশের বাজারে প্রথম থ্রিডি ইন্টারফেস ডিসপ্লের স্মার্টওয়াচ নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড এক্স (X) এর দক্ষিণ এশিয়ার এক্সক্লুসিভ পরিবেশক ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিএক্স গ্রুপ।
মঙ্গলবার ডিএক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী দেওয়ান কানন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এক্স স্মার্টওয়াচের তিনটি মডেল বাজারে পাওয়া যাচ্ছে। এরমধ্যে ২ হাজার ৯৯ টাকায় এক্স ওয়াচ এসই, ২ হাজার ৯৯৯ টাকায় এক্স ওয়াচ ওয়ান এবং ৪ হাজার ৪৯৯ টাকায় এক্স ওয়াচ ওয়ান প্রো পাওয়া যাচ্ছে। এক্স ওয়াচ ওয়ান প্রো স্মার্টওয়াচটিতে রয়েছে ‘থ্রিডি ইন্টারফেস’ ফিচার।
কানন বলেন, হংকং -এর ব্র্যান্ড এক্স বিশ্বব্যাপী দ্রুততম সময়ে তরুণদের মাঝে জনপ্রিয়তা পেয়েছে। সম্প্রতি তাইওয়ানে এক্স পণ্য গ্রাহকদের কাছে বেশ সাড়া পেয়েছে। এরই ধারাবাহিকতায় আমরা “এক্স” ব্র্যান্ড এর নতুন তিনটি স্মার্টওয়াচ নিয়ে এসেছি বাংলাদেশে। আমরা বিশ্বাস করি, এক্স স্মার্টওয়াচগুলো বাংলাদেশের প্রযুক্তির বাজারে নতুন মাইলফলক সৃষ্টি করবে।