বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী আজ সোমবার। দিবসটি উপলক্ষে আইসিটি বিভাগের আইডিয়া প্রকল্পের আওতায় ই-ক্যাব এর ২০ জন সহ মোট ২৫০ জন নারী উদ্যোক্তাকে দেয়া হবে ৫০ হাজার টাকা করে অনুদান।
বিকেলে আইসটি টাওয়ারের সম্মেলন কেন্দ্রে নির্বাচিত এই নারী উদ্যোক্তার হাতে অনুদানের চেক তুলে দেবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আইডিয়া প্রকল্প পরিচালক মোঃ আলতাফ হোসের সভাপতিত্বে অনুষ্ঠানে আইসটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম, বিসিসি ভারপ্রাপ্ত পরিচালক রণজিৎ কুমার, ই-ক্যাব সভাপতি শমী কায়সার ও উই প্রতিষ্ঠাতা সভাপতি নাসিমা আক্তার নিশা উপস্থিত থাকবেন।
প্রসঙ্গত, বঙ্গমাতা ১৯৩০ সালের ৮ আগস্ট তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ছিল রেণু। বাবার নাম শেখ জহুরুল হক ও মায়ের নাম হোসনে আরা বেগম। এক ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে তিনি জাতির পিতার হত্যাকারীদের হাতে নির্মমভাবে শাহাদত বরণ করেন।
এদিকে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ সকাল ৮টায় বনানী কবরস্থানে ফজিলাতুন নেছা মুজিবের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।