নতুন বছরের শুরুতেই পছন্দের আরামদায়ক জুতা থেকে শুরু করে ত্বকের যত্ন, সাজসজ্জার প্রয়োজনীয় জিনিসপত্র এবং স্মার্ট গ্যাজেটের পসরা সাজিয়েছে ই-কমার্স প্লাটফর্ম দারাজ। আগামী ১০ জানুয়ারি পর্যন্ত আনকোড়া পণ্যে দিয়েছে বিশেষ অফার। অফারে রয়েছে একটা কিনলে একটা ফ্রি, ভাউচারে ছাড়, ফ্রি ডেলিভারি এবং ৮০ শতাংশ পর্যন্ত ছাড়।
এক্ষেত্রে উদ্ভাবনী ও বাহারি নকশার সমন্বয়ে জীবনকে সাজাতে ও সহজ করতে প্রয়োজনীয় পণ্যগুলোকেই প্রধান্য দিয়েছে। এরমধ্যে রয়েছে পুরুষদের জন্য লোটোর’র নতুন স্পোর্ট লাইফস্টাইল জুতা। অ্যাডভান্সড মেমরি ফোম (AMF) প্রযুক্তির সাহায্যে ডিজাইন করা এই জুতাগুলি একইসঙ্গে মাননসই, আরামদায়ক ও টেকসই। এর ইনসোল তাপ সহনশীল, শ্বাস-প্রশ্বাসযোগ্য ফ্লাইনেট আপারস এবং শক-শোষণকারী ইভা ফোমের সোলের মতো বৈশিষ্ট্যযুক্ত। ফলে প্রতিদিন যেমন তেমন করে পরিধান করা যায়। একইসঙ্গে মেশিনে পরিস্কার করলেও ক্ষতি হয় না।
ঠান্ডায় ত্বকের স্বাস্থ্য যত্ন নিতে দারাজে রয়েছে প্যারাসুট স্কিন পিউর ন্যাচারাল ময়েশ্চার বডি লোশন। অলিভ এবং নারকেল দুধের সাথে মিশ্রিত এই লোশনটি ত্বককে নরম এবং মসৃণ করে। এর লাইটওয়েট, অ-চর্বিযুক্ত ফর্মুলা এটিকে সব ধরনের ত্বকের জন্য উপযুক্ত করে তোলে, যেখানে প্যারাবেনস এবং সালফেটের মতো ক্ষতিকারক রাসায়নিকের বিরুদ্ধে মৃদু যত্ন নিশ্চিত করে।
এছাড়াও ঝটপট সাজসজ্জার ক্ষেত্রে মসৃণ ও চকচকে ত্বকের জন্য রয়েছে ভিট পিওর হেয়ার রিমুভাল ক্রিম। ভিটামিন ই এবং অ্যালোভেরা মিশ্রিত, ক্রিমটি শুধুমাত্র কয়েক মিনিটের মধ্যে অবাঞ্চিত চুল গয়েব করে না বরং ত্বককে উজ্জ্বল ও ময়শ্চারাইজ করে।
প্রযুক্তি অনুরাগীদের মধ্যে যারা একটি নির্ভরযোগ্য স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য দারাজের নতুন বছরের উপহার টেকনো স্পার্ক ৩০সি। ১২০ হার্জ ৬.৬ ইঞ্চি আকারের এইচডি+আইপিএস পর্দার হেলিও জি৮১ প্রসেসরযুক্ত স্মার্টফোনটিতে রয়েছে ৫০ মেগা পিক্সেলেরে ক্যামেরা এবং ৫০০০ এমএএইচ দীর্ঘস্থায়ী ব্যাটারি।
দারাজ অনলাই শপ থেকে মাত্র এক ক্লিকেেই অর্ডার করা যাবে আরাম, যত্ন এবং প্রযুক্তির নিখুঁত মিশ্রণের এই পণ্যগুলো।