বিনা লাভে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে ই-কমার্স প্রতিষ্ঠান পাইকারি ডটকম ডটবিডি। নতুন এ উদ্যোগের আওতায় কেনা দামে পণ্য বিক্রি করবে প্রতিষ্ঠানটি। ফলে ক্রেতারা অন্যান্য প্রতিষ্ঠান থেকে তুলনামূলক কম দামে অনলাইন থেকে পছন্দের পণ্য কিনতে পারবেন।
নতুন এ সুযোগ দিতে রবিবার রাজধানীর একটি হোটেলে মেম্বারশিপ প্রোগ্রামও চালু করা হয়েছে। এই প্রোগ্রামের অধীনে এককালীন সদস্য ফি জমা দিয়ে বছরজুড়ে পাইকারি’র ওয়েবসাইট থেকে কম দামে পণ্য কেনা যাবে। ইতিমধ্যেই শীতের কালেকশন, বেবি কেয়ার, হেলথ অ্যান্ড বিউটি, সুগন্ধী, মেকআপ, পোষা প্রাণীর খাবার, চকলেট, স্ন্যাকস, কুকিং, বেভারেজ, বাদাম, ফল, ইলেকট্রনিক্স ও হোম ক্লিনিংসের পণ্যের পসরা সাজানো হয়েছে ই-কমার্স সাইটটিতে।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাবির হোসেন জানিয়েছেন, নির্দিষ্ট অর্থের বিনিময়ে যেকোনো ব্যক্তি পাইকারির সদস্য হতে পারবেন। আর শুধু সদস্যরাই বিনা লাভে বিক্রি হওয়া পণ্য কেনার সুযোগ পাবেন।
অনুষ্ঠানে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বলেন, ‘অনলাইনে কেনাকাটা তো সবাইকে করতেই হয়। কিন্তু অনলাইনে বিনা লাভে কেউ পণ্য বিক্রি করছে, এটা সত্যিই ব্যতিক্রম।’ অভিনেত্রী তাসনিয়া ফারিন বলেন, ‘আমি এখন পর্যন্ত এমন কোনো প্রতিষ্ঠানের কথা শুনিনি, যারা লাভ ছাড়া পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে। পাইকারি গ্রাহকদের একটু স্বস্তি দেওয়ার জন্য বিনা লাভেই পণ্য বিক্রি করছে!’