দারাজ ১১.১১ উপলক্ষে ফ্যানদের জন্য নির্দিষ্ট কিছু ডিভাইসে ১৭ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে মোবাইল ব্র্যান্ড রিয়েলমি। এই ক্যাম্পেইন আগামী ২২ নভেম্বর পর্যন্ত চলবে।
অফারের আওতায় সম্প্রতি উন্মোচিত ডিভাইসগুলোর মধ্যে রিয়েলমি সি৫১ (৪ জিবি/৬৪ জিবি) পাওয়া যাচ্ছে ১২,৮৯৯ টাকায় (রিটেইল মূল্য: ১৩,৯৯৯ টাকা), রিয়েলমি সি৫৫ (৬ জিবি/১২৮ জিবি) ১৮,৪৪৯ টাকায় (রিতেইল মূল্য: ২০,৯৯৯ টাকা), রিয়েলমি সি৫৫ (৮ জিবি/২৫৬ জিবি) ২১,৮৯৯ টাকায় (রিটেইল মূল্য: ২৩,৯৯৯ টাকা), রিয়েলমি সি৫৩ (৬ জিবি/১২৮ জিবি) ১৫,৫৯৮ টাকায় (রিটেইল মূল্য: ১৬,৯৯৯ টাকা)।
এছাড়াও, বেশ কয়েকটি ডিভাইসে ১৭ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ব্র্যান্ডটি। এর মধ্যে রিয়েলমি সি৩০ (২ জিবি/৩২ জিবি) পাওয়া যাচ্ছে ৯,০৯৫ টাকায় (রিটেইল মূল্য: ১০,৯৯৯ টাকা), রিয়েলমি সি৩৩ (৪ জিবি/১২৮ জিবি) ১৫,১৯৯ টাকায় (রিটেইল মূল্য: ১৬,৪৯৯ টাকা), রিয়েলমি সি৩০এস (৩ জিবি/৬৪ জিবি) ১১,৪৯৫ টাকায় (রিটেইল মূল্য: ১২,৪৯৯ টাকা) এবং রিয়েলমি ৯ প্রো+ (৮ জিবি/১২৮ জিবি) ৩৩,৭৮১ টাকায় (রিটেইল মূল্য: ৩৬,৯৯৯ টাকা)।