সাইবিার নিরাপত্তা মাসের নানা কর্মসূচির মধ্যে ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে ডিজিটাল ফরেনসিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন (সিক্যাফ) এবং সাইবার নিরাপত্তা সচেতনতা বিষয়ক জাতীয় কমিটির (এনসিসিএ) আয়োজনে সোমবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে এ কর্মশালা হয়।
সাইবার নিরাপত্তা সচেতনতা মাস (ক্যাম) অক্টোবর উপলক্ষে আয়োজিত কর্মশালার সহযোগিতায় ছিল বেসরকারি প্রতিষ্ঠান স্মার্ট ডাটা টেকনোলজিস লিমিটেড, রবি আজিয়াটা লিমিটেড, শোফস, এফফাইভ, মিডিয়া মিক্স কমিউনিকেশন্স ও সাইবার প্যারাডাইজ লিমিটেড।
কর্মশালায় ডিজিটাল ফরেনসিকের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সিক্যাফের উপদেষ্টা ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ শেখ মো. মেহেদী হাসান। বক্তব্য দেন এনসিসিএর সদস্য মোহাম্মদ কাওছার উদ্দীন, সিক্যাফ সভাপতি কাজী মুস্তাফিজ, সাইবার প্যারাডাইজের চেয়ারম্যান ও মিডিয়া মিক্স কমিউনিকেশন্সের প্রধান নির্বাহী আবদুল্লাহ হাসান, স্মার্ট ডাটা টেকনোলজিস লিমিটেডের বিপণন শাখা ও সাইবার নিরাপত্তা এবং নেটওয়ার্ক সল্যুশন বিজনেসের পরিচালক মো. মনিরুল আলম ভূইয়া। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সিক্যাফের সহসভাপতি এসএম ইমদাদুল হক, প্রোগ্রাম অফিসার রাহাত হোসাইন ও ডেপুটি প্রোগ্রাম অফিসার শরিফুল ইসলাম।