আগমী ২৫-২৬ জানুয়ারি রাজধানী ঢাকার বনানীতে ভিভাসফট লিমিটেডের প্রধান কার্যালয়ে বসছে পেশাদারদের জন্য এআই হ্যাকাথন। তিনটি পর্যায়ে হ্যাকাথনটি অনুষ্ঠিত হবে। তিন ধাপে হ্যাকাথনে অংশগ্রহণকারীদের প্রথমে তাদের আইডিয়াগুলি উপস্থাপন করতে পারবেন। এরপর প্রোটোটাইপ প্রদর্শন করবেন এবং বাস্তব জীবনের চ্যালেঞ্জের সমাধান দেবেন হ্যাকাথনের নির্দষ্ট সময়ের মধ্যে।
তবে প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য আগামী ২০ ডিসেম্বরের মধ্যে অনলাইনে নাম নিবন্ধন করতে হবে। এক্ষেত্রে নিজেদের মতো করে দল গঠন করে আইডিয়া জামা দিতে হবে।
আয়োজক সূত্রে প্রকাশ, যেসব দল প্রথম পর্যায়ে নির্বাচিত হবে, তাদের নিজেদের আইডিয়াকে বাস্তব রূপ দিতে হবে। দলগুলো ৩ সপ্তাহ সময় পাবেন কাজ করার জন্য। এরপর ১০টি দলকে চূড়ান্ত পর্যায়ে নির্বাচিত করা হবে। এই ধারাবাহিকতায় অন-সাইট হ্যাকাথনে নির্বাচিত ১০টি দল চূড়ান্ত হ্যাকাথন ইভেন্টে অংশ নেয়ার সুযোগ পাবে। যেখানে বিচারকরা তাদের প্রজেক্টের ফিডব্যাক জানাবেন। সেই ফিডব্যাক অনুযায়ী দলগুলো তাদের প্রজেক্টে পরিবর্তন এনে ৩৬ ঘণ্টার মধ্যে আপডেটেড প্রজেক্ট প্রদর্শন করবে।
প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে চ্যাম্পিয়ন দল ২ লাখ এবং রানার্সআপ দল ১ লাখ টাকা পুরস্কার পাবেন।
পেশাদারদের পাশাপাশি শিক্ষার্থীরাও এই প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন আয়োজক প্রতিষ্ঠান ভিভাসফট লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা শাফকাত আসিফ। তিনি জানান, হ্যাকাথনে অংশ নিতে বিনামূল্যে নাম নিবন্ধন করতে হবে। এআই পেশাদার ও ডেভেলপার এবং প্রযুক্তিবিদরা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সদ্য স্নাতক, স্টার্টআপ ও উদ্ভাবক দল নাম নিবন্ধনের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।