অ্যাপে নতুন নতুন সেবা উদ্ভাবন এবং এর মাধ্যমে আয় করার কৌশল জানলো ফেনী বিশ্ববিদ্যালয়ের ৮০ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বৃহস্পতিবার (২১ নভেম্বর) অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় প্রোডাক্ট ডেভেলপ করার জন্য কিছু রিসোর্স, স্ক্র্যাচিংয়ের মাধ্যমে অ্যাপ উন্নয়ন, এসডিজি, এনএসডিজি ইত্যাদি বিষয়ের উপর আলোচনা করেন জিরোওয়ানল্যাব লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং পজিটিভওয়েইভের প্রোডাক্ট লিড কে. এ. আই. ইনসাফ। এছাড়াও বিডিঅ্যাপসের মাধ্যমে আইডিয়া ও অ্যাপ মনিটাইজেশনের ওপর আলোকপাত করেন বিডিঅ্যাপসের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ আরিফ হোসাইন।
উভয়ে মিলেই শিক্ষার্থীদের সামনে উদ্ভাবনী চিন্তা, সঠিক পরিকল্পনা এবং প্রযুক্তি ব্যবহার করে অ্যাপ ডেভেলপমেন্টের মাধ্যমে আয় করার কার্যকর কৌশলগুলো তুলে ধরেন।
এর আগে “মোনেটাইজ ইউর অ্যাপস অ্যান্ড আইডিয়াস উইথ বিডি অ্যাপস” এ অংশ গ্রহণ করতে আবেদন করে দুই শতাধিক শিক্ষার্থী। এদের মধ্য থেকে সিভি, লিংকডইন, ও বিডি অ্যাপস প্লাটফর্মে অংশগ্রহণের আগ্রহ নিয়ে ২০ নম্বরের ৪টি প্রশ্নের সঠিক জবাব দিয়ে কর্মশালার জন্য যোগ্যদের নির্বাচন করা হয়।
কর্মশালার শেয়ে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। কর্মশালায় দুই প্রশিক্ষকের সঙ্গে অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন কর্মশালার প্রধান আহ্বায়ক, ফেনী বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং প্রভাষক মুনতাসির করিম চৌধুরী।