ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ ‘ডেটা সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ নিয়ে সেমিনার করলো মাইক্রোসফট বাংলাদেশ। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এবং ইনফরমেশন টেকনোলজি বিভাগের ১৩০ জন শিক্ষার্থীদের অংশগ্রহণ করে।
তাদের সামনে ডেটা সায়েন্স এবং এআইয়ের সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা করেন সেমিনারের বক্তারা। তারা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কীভাবে এই প্রযুক্তিগুলি বাস্তব-বিশ্বের সমস্যাগুলি সমাধান করতে ব্যবহার করা যেতে পারে তা প্রদর্শন করেন। মাইক্রোসফ্ট কোপাইলটের লাইভ প্রদর্শনে এই ব্যবহারে কাজের উত্পাদনশীলতা এবং দক্ষতা বাড়ানোর কৌশল বাতলে দেন প্রশিক্ষকেরা।
দুই ঘণ্টাব্যাপী এই সেমিনারে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মাইক্রোসফট বাংলাদেশের আইএসএএম শাজাহান আহমেদ; ডিপ মাইন্ড ল্যাবস লিমিটেডের এআই সল্যুশনস বিভাগের প্রোডাক্ট মার্কেটিং কো-অর্ডিনেটর মুত্তাকিন করিম ; মাইক্রোসফট এআই হাব বাংলাদেশ সমন্বয়ক সাদিয়া আফরিন হেমা এবং ডিপ মাইন্ড ল্যাবসের এআই ইঞ্জিনিয়ার রূপক চন্দ্র ভৌমিক।
ইউআইপিএস উপাচার্য প্রফেসর ডঃ মোঃ আবু হাসান ভূঁইয়া, ডিন প্রফেসর ডঃ মোঃ আশরাফুল ইসলাম, আইকিউএসি এর পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ সাফায়েত হোসেন, সিএসই প্রধান আল-ইমতিয়াজ প্রমুখ ১৫ মে অনুষ্ঠিত এই ক্যারিয়ার সেমিনারে উপস্থিত ছিলেন।