প্রশ্নফাঁসের অভিযোগ ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি সাত কলেজের স্নাতক প্রথম বর্ষের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তি পূর্ণভাবো অনুষ্ঠিত হলো।
শুক্রবার (১২ আগস্ট) বিকাল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত অভিন্ন প্রশ্নে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও সরকারি বাঙলা কলেজের ভর্তি পরীক্ষা হয়েছে।
রাজধানীর ১৪টি কেন্দ্রে একসঙ্গে (ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, ঢাকা মহানগর মহিলা কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভবন-১, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভবন-২, গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স (হোম ইকনোমিক্স কলেজ), আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ ও মতিঝিল গভ. বয়েজ হাই স্কুল) পরীক্ষা নেয়া হয়েছে।
এ বছর সাত কলেজের বিজ্ঞান ইউনিটে ৬ হাজার ৫০০ আসনের বিপরীতে আবেদন পড়েছিলো ৩৯ হাজার ৫১৭টি। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেয় ছয় জন শিক্ষার্থী।
প্রসঙ্গত, সাত কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে সর্বমোট আসন রয়েছে ২১ হাজার ৫১৩টি। আর আগামী ১৯ আগস্ট শুক্রবার কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ২৬ আগস্ট শুক্রবার বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।