এবারের ‘ছায়া সংসদ’ বিতর্ক প্রতিযোগিতা ইউসিবি পাবলিক পার্লামেন্টে সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ডিবেটিং সোসাইটি। বাজেট টেকসই উন্নয়নে সহায়ক হবে বিষয়ে বিরোধী দলের ভূমিকায় বিতর্ক করে এ বিজয় লাভ করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সদস্যরা।
বিজয়ী দলের সদস্যরা হলেন, নাজমুল ইসলাম, তাসনিম তাবাসসুম অরিন, তুর্জয় চৌধুরী, মাহমুদুল হাসান লোমান, খাইরুন নাহার মুন্নী।
শুক্রবার (১ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) তে এটিএন বাংলা এবং ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ কর্তৃক আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান। প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, সরকার দেশের টেকসই উন্নয়ন জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। কালো টাকা সাদা টাকা করার জন্য যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা পুরোপুরি বাস্তবায়ন না হলেও মিনিমাম বাস্তবায়ন হবে।