চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতকে ভর্তি পরীক্ষার কোর্স লেভেল-১ এর প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। এর আগে ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। ‘ক’ ও ‘খ’ গ্রুপের জন্য আলাদা তালিকা প্রকাশিত হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত ৫ জানুয়ারি থেকে আবেদন শুরু হয়। চুয়েটে ভর্তিতে আবেদন শেষ হয়েছে ১৮ জানুয়ারি। ফলাফল ও মেধা তালিকা প্রকাশ করা হবে ২২ ফেব্রুয়ারি। এবার ৯টি বিভাগে ৯২০টি আসনে ভর্তি নেওয়া হবে।
এর আগে মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকালে ইনস্টিটিউট অব ইন্জিনিয়ার্স চট্টগ্রাম কেন্দ্রস্থ চুয়েট রিসোর্স সেন্টারে স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এই সভা অনুষ্ঠিত হয়। চুয়েট এর ভাইস চ্যান্সলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়ার সভাপতিত্বে বৈঠকে বিভিন্ন সংস্থা, কর্তৃপক্ষ, প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। চুয়েট এর পক্ষে উপস্থিত ছিলেন ভর্তি কমিটির সভাপতি এবং পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: মাহবুবুল আলম, ভর্তি কমিটির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন, যানবাহন অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দ মাসরুর আহমেদ, উপ-ছাত্রকল্যাণ পরিচালক ড. মো: সাইফুল ইসলাম, উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান, সহকারী পরিচালক (নিরাপত্তা) মোহাম্মদ আনিসুজ্জামান খান, সহকারী রেজিস্ট্রার (আইন ও স্টেট) মোহাম্মদ জোবায়ের হোসেন প্রমুখ।
ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে পুরকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল ও যন্ত্রকৌশল অনুষদসমূহের মোট ১২টি বিভাগে সংরক্ষিত ১১টিসহ মোট ৯৩১টি আসন রয়েছে। এরমধ্যে রাখাইন সম্প্রদায়ের জন্য একটি, পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (উপজাতি) জন্য ১০টিসহ অতিরিক্ত ১১টি আসন সংরক্ষিত আছে। ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ নিয়ে ‘ক’ গ্রুপ; ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ নিয়ে ‘খ’ গ্রুপ গঠিত।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মেধাস্থান অনুযায়ী মেধাতালিকা প্রকাশ, বিভাগ পছন্দ ক্রম প্রদানের নির্দেশনা, ভর্তির তারিখ, ওরিয়েন্টেশন ও ক্লাশ শুরু তারিখ ও সময় এবং ভর্তি সংক্রান্ত অন্যান্য বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড, নিজস্ব ওয়েবসাইট এবং ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এ জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি বা ব্যক্তিগত চিঠি দেওয়া হবে না।
ভর্তি পরীক্ষার ওয়েবসাইট হতে ভর্তি নির্দেশিকা ২০২৪-২৫ ডাউনলোড করে নিতে পারবে। ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে এবং উল্লিখিত নিয়মাবলী ছাত্র-ছাত্রীদেরকে অনুসরণ করতে হবে।